শহরে টাইগার, অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে সলমন

ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) শতবর্ষ উপলক্ষে লাল হলুদ ফ্যানেদের উপহার দিচ্ছে ক্লাব আর তাই শহরে সলমন খান (Salman Khan)। ভোর রাতে কলকাতা এসেছেন বলিউডের ভাইজান। বিকেল চারটে নাগাদ আলিপুরের হোটেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর (CM) বাড়িতে পৌঁছে যান সলমন। অতিথি আসার খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে বাইরে অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সলমান আসার পর তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। বিকেল সাড়ে চারটে নাগাদ কালীঘাটের বাড়িতে একান্ত আলাপচারিতায় বাংলার মুখ্যমন্ত্রী (CM) এবং বলিউডের ভাইজান।

দ্য ব্যাং ট্যুর শুরু করেছেন সলমন। সেই শোয়ের হাত ধরে আজ কলকাতা মাতাবেন ভাইজান। সন্ধ্যায় অনুষ্ঠানের আগে বিকেলে পূর্বপরিকল্পনা মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান সলমন। সেখানে তাঁকে বাংলার মিষ্টি উপহার দেন মমতা। ক্লাবের তরফ থেকে অভিনেতাকে লাল হলুদ জার্সি, স্মারক, লাইফটাইম মেম্বারশিপ কার্ড দেওয়া হবে । সলমনকে দেখতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ীর সামনে ভিড় জমান বলিউড সুপারস্টারের অনুরাগীরা।

 

Previous articleসোদপুরে পরিত্যক্ত গাড়ি ঘিরে চাঞ্চল্য! উদ্ধার টাকা গোনার মেশিন, একাধিক মোবাইল
Next articleমমতার ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত: কংগ্রেসের কর্নাটক জয়ে বার্তা তৃণমূলের