Wednesday, August 27, 2025

ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) নিয়ে অনেক জল্পনার পর অবশেষে তা তীব্র ঘূর্ণিঝড় (Cyclone) হয়ে প্রায় ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে মায়ানমারে আছড়ে পড়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টার কিছু সময় পর থেকেই শুরু হয় ল্যান্ডফল। শেষ খবর পাওয়া অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের (Bangladesh) কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূল দিয়ে বয়ে যাচ্ছে মোকা (Mocha) । ঝড়ের তান্ডবে বিধ্বস্ত মায়ানমার উপকূল ।এই এলাকায় এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। যদিও বঙ্গবাসী এর ছিটেফোটাও টের পাননি। উল্টে গরম এত বেড়েছে যে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থেকেছে আট থেকে আশি। তবে এবার জোড়া কালবৈশাখীর বিপদ ঘনাচ্ছে বাংলার আকাশে। সতর্ক করছে হাওয়া অফিস (Alipore Weather Department)।

প্রচন্ড গতি নিয়ে স্থলভাগে ঝাঁপিয়ে পড়ার আগেই সব জলীয়বাষ্প টেনে নিয়েছে মোকা (Cyclone Mocha)। খুব স্বাভাবিকভাবেই বাংলার চোখে আপাতত এই ঘূর্ণিঝড় ভিলেনের ভূমিকা নিয়েছে। তীব্র তাপ প্রবাহ আর অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। জেলায় জেলায় তাপমাত্রা পারদ গত কয়েকদিনে একাধিকবার ৪০ ডিগ্রি পেরিয়ে গেছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মোকার জন্য চলতি মরশুমে আন্দামানে আগেই প্রবেশ করবে বর্ষা। বঙ্গের বরাত বদল হবে আগামী ১৬ তারিখ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ১৬ মে থেকে ২০ মে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। অপরদিকে, দক্ষিণবঙ্গে ১৭ মে থেকে ২০ মে দক্ষিণবঙ্গে কলকাতা সব বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জোড়া কালবৈশাখী দুয়ারে অপেক্ষা করছে। কিন্তু তার আগের দুদিন অসম্ভব গরমে কষ্ট বাড়বে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version