Saturday, January 10, 2026

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে তরুণীকে ব্ল্যা.কমেল! গ্রে.ফতার দিলীপ ঘোষের “গুণধর” ভাইপো

Date:

Share post:

গোপনে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে তুলে ব্ল্যাকমেল! সাইবার ক্রাইমে তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপো! বিজেপি নেতার গুণধর ভাইপোর নাম অরিন্দম ঘোষ। অভিযুক্ত দিলীপবাবুর ছোট ভাই হীরক ঘোষের ছেলে।

আজ, রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগ, এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল দিলীপ ঘোষের ভাইপো অরিন্দমের। পরে সেই সম্পর্ক ভেঙেও যায়। অন্যদিকে, সম্পর্কে থাকাকালীন ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি তুলেছিলেন দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম। তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও ছিল অরিন্দমের কাছে। অভিযোগ, ওই তরুণী অন্য সম্পর্কে জড়াতে গেলে সেই দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে অরিন্দম। বাধ্য হয়ে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকার ওই তরুণীর অভিযোগ, ২০২১ সাল থেকে অরিন্দমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু বিয়ে করার কথা বললেই ঘুরে বসতো অরিন্দম। এর ফলে ওই তরুণীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে। নতুন করে অন্য একটি সম্পর্কেও জড়ান তরুণী। অভিযোগ, এরপর থেকেই দিলীপবাবুর ভাইপো অরিন্দম তাঁকে হুমকি দিতে শুরু করে। ব্যক্তিগত বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন বলে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে অরিন্দমের নামে।

অভিযোগ, ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্টে অরিন্দম ইতিমধ্যেই ওই তরুণীর বেশ কিছু আপত্তিকর ছবি, চ্যাট আপলোডও করে দিয়েছে। এমনকী ওই তরুণীকে তাঁর সঙ্গে সম্পর্কে থাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল দিলীপ ঘোষের ভাইপোর তরফে। তদন্তে নেমে পুলিশ অরিন্দমের কাছ থেকে একটি মোবাইল ফোন, বেশ কিছু রেকর্ডেড ভিডিও, ছবি উদ্ধার করেছে।

আরও পড়ুন:মোকার প্রভাব না পড়লেও, বাংলায় আসছে জোড়া কালবৈশাখী!

 

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...