Tuesday, August 26, 2025

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে তরুণীকে ব্ল্যা.কমেল! গ্রে.ফতার দিলীপ ঘোষের “গুণধর” ভাইপো

Date:

গোপনে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে তুলে ব্ল্যাকমেল! সাইবার ক্রাইমে তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপো! বিজেপি নেতার গুণধর ভাইপোর নাম অরিন্দম ঘোষ। অভিযুক্ত দিলীপবাবুর ছোট ভাই হীরক ঘোষের ছেলে।

আজ, রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগ, এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল দিলীপ ঘোষের ভাইপো অরিন্দমের। পরে সেই সম্পর্ক ভেঙেও যায়। অন্যদিকে, সম্পর্কে থাকাকালীন ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি তুলেছিলেন দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম। তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও ছিল অরিন্দমের কাছে। অভিযোগ, ওই তরুণী অন্য সম্পর্কে জড়াতে গেলে সেই দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে অরিন্দম। বাধ্য হয়ে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকার ওই তরুণীর অভিযোগ, ২০২১ সাল থেকে অরিন্দমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু বিয়ে করার কথা বললেই ঘুরে বসতো অরিন্দম। এর ফলে ওই তরুণীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে। নতুন করে অন্য একটি সম্পর্কেও জড়ান তরুণী। অভিযোগ, এরপর থেকেই দিলীপবাবুর ভাইপো অরিন্দম তাঁকে হুমকি দিতে শুরু করে। ব্যক্তিগত বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন বলে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে অরিন্দমের নামে।

অভিযোগ, ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্টে অরিন্দম ইতিমধ্যেই ওই তরুণীর বেশ কিছু আপত্তিকর ছবি, চ্যাট আপলোডও করে দিয়েছে। এমনকী ওই তরুণীকে তাঁর সঙ্গে সম্পর্কে থাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল দিলীপ ঘোষের ভাইপোর তরফে। তদন্তে নেমে পুলিশ অরিন্দমের কাছ থেকে একটি মোবাইল ফোন, বেশ কিছু রেকর্ডেড ভিডিও, ছবি উদ্ধার করেছে।

আরও পড়ুন:মোকার প্রভাব না পড়লেও, বাংলায় আসছে জোড়া কালবৈশাখী!

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version