Friday, November 7, 2025

ICSE – ISC-র রেজাল্টে বাংলার জয়জয়কার! ICSEতে দেশের মধ্যে প্রথম সম্বিত মুখোপাধ্যায়

Date:

Share post:

অপেক্ষার অবসানে প্রকাশিত হলো ICSE (দশম শ্রেণি) ও ISC (দ্বাদশ শ্রেণি) – এর ফলাফল। মেধার বিচারই দেশের মধ্যে বাংলাই যে প্রথম তার প্রমাণ মিলল আবার। CISCE অর্থাৎ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েরসাইটে বেলা ৩ সময় থেকে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট জানার আশায় চোখ রেখেছিলেন। বোর্ডের তরফ থেকে রিপোর্ট আপলোড হওয়ার পরই দেখা গেল আইসিএসই ও আইএসসি (ICSE And ISC Result 2023) , এই দুই পরীক্ষাতেই বাংলার জয়জয়কার। ICSE-তে প্রথম হয়েছেন বাংলার ছেলে সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের পড়ুয়া সে। আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। ISC-তে যুগ্মভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের মান্য গুপ্ত ও সেন্ট জোসেফ স্কুলের শুভম কুমার আগরওয়াল।

গত বছরের মতো এবছরও দশম এবং দ্বাদশে ছাত্রীদের পাশের হার বেশি। এবছর আইএসসি পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ৫১,৭৮১ এবং ছাত্রী ছিল ৪৬,৭২৪ জন। যেখানে মেয়েদের পাশের হার ৯৮.০১% এবং ছেলেদের ৯৫.৯৬%। অন্যদিকে, আইসিএসই পরীক্ষা দিয়েছে ১,২৮,১৩১ জন ছাত্র এবং ১,০৯,৫০০ জন ছাত্রী। যার মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.২১% এবং ছাত্রদের পাশের হার ৯৮.৭১%।

ICSE দেশের মধ্যে দ্বিতীয় পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চের ছাত্র অনুরাগ নন্দী। মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির তৃষা বিহানি। আইসিএসইতে দেশে দ্বিতীয় কলকাতার ডে পল স্কুলের শ্রেয়সী বিশ্বাস। জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। আইসিএসইতে দেশে দ্বিতীয় কলকাতার গার্ডেনরিচ হাই স্কুলের আরণ্যক রায় এবং ক্যালকাটা গার্লস হাই স্কুলের ঐশী চক্রবর্তী।

ISC তে দেশে তৃতীয় কলকাতার জি ডি বিড়লার (G D Birla School) শুভশ্রী সাহু, এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠের সিদ্ধার্থ কুমার দুগার, বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্কা সামন্ত, আইএসসিতে দেশে তৃতীয় কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলের অনুষা মাইতি, জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ঐশী গঙ্গোপাধ্যায়, মডার্ন হাই স্কুল ফর গার্লসের (MHS for Girls) অন্তরা বন্দ্যোপাধ্যায়।

 

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...