Monday, August 25, 2025

ICSE – ISC-র রেজাল্টে বাংলার জয়জয়কার! ICSEতে দেশের মধ্যে প্রথম সম্বিত মুখোপাধ্যায়

Date:

অপেক্ষার অবসানে প্রকাশিত হলো ICSE (দশম শ্রেণি) ও ISC (দ্বাদশ শ্রেণি) – এর ফলাফল। মেধার বিচারই দেশের মধ্যে বাংলাই যে প্রথম তার প্রমাণ মিলল আবার। CISCE অর্থাৎ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েরসাইটে বেলা ৩ সময় থেকে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট জানার আশায় চোখ রেখেছিলেন। বোর্ডের তরফ থেকে রিপোর্ট আপলোড হওয়ার পরই দেখা গেল আইসিএসই ও আইএসসি (ICSE And ISC Result 2023) , এই দুই পরীক্ষাতেই বাংলার জয়জয়কার। ICSE-তে প্রথম হয়েছেন বাংলার ছেলে সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের পড়ুয়া সে। আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। ISC-তে যুগ্মভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের মান্য গুপ্ত ও সেন্ট জোসেফ স্কুলের শুভম কুমার আগরওয়াল।

গত বছরের মতো এবছরও দশম এবং দ্বাদশে ছাত্রীদের পাশের হার বেশি। এবছর আইএসসি পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ৫১,৭৮১ এবং ছাত্রী ছিল ৪৬,৭২৪ জন। যেখানে মেয়েদের পাশের হার ৯৮.০১% এবং ছেলেদের ৯৫.৯৬%। অন্যদিকে, আইসিএসই পরীক্ষা দিয়েছে ১,২৮,১৩১ জন ছাত্র এবং ১,০৯,৫০০ জন ছাত্রী। যার মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.২১% এবং ছাত্রদের পাশের হার ৯৮.৭১%।

ICSE দেশের মধ্যে দ্বিতীয় পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চের ছাত্র অনুরাগ নন্দী। মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির তৃষা বিহানি। আইসিএসইতে দেশে দ্বিতীয় কলকাতার ডে পল স্কুলের শ্রেয়সী বিশ্বাস। জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। আইসিএসইতে দেশে দ্বিতীয় কলকাতার গার্ডেনরিচ হাই স্কুলের আরণ্যক রায় এবং ক্যালকাটা গার্লস হাই স্কুলের ঐশী চক্রবর্তী।

ISC তে দেশে তৃতীয় কলকাতার জি ডি বিড়লার (G D Birla School) শুভশ্রী সাহু, এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠের সিদ্ধার্থ কুমার দুগার, বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্কা সামন্ত, আইএসসিতে দেশে তৃতীয় কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলের অনুষা মাইতি, জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ঐশী গঙ্গোপাধ্যায়, মডার্ন হাই স্কুল ফর গার্লসের (MHS for Girls) অন্তরা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version