Monday, November 10, 2025

সরকারি চাকরি নয় স্টার্ট আপের উপর জোর দিতে হবে! কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক    

Date:

সরকারি চাকরি (Govt Jobs) খোঁজার থেকে স্টার্ট আপ (Start Up) সেক্টরের সুযোগসুবিধাগুলি ভালো করে কাজে লাগাতে হবে। তরুণ প্রজন্মকে তাঁদের ধারণাগুলি সবার সামনে তুলে ধরতে হবে। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Central Minister Jitendra Singh)। এর আগেও ছাত্র এবং যুবকদের সঙ্গে এক আলোচনাচক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) স্টার্ট আপগুলিকে অগ্রাধিকার দিয়েছেন এবং যুবকদের উৎসাহিত করতে ব্যক্তিগতভাবে ব্যবস্থাও নিচ্ছেন। তবে আচমকা সরকারি চাকরি না খুঁজে স্টার্ট আপের দিকে কেন ঝুঁকতে হচ্ছে বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিরোধীদের প্রশ্ন দেশের বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি ছেড়ে কেন স্টার্ট আপের উপরেই বেশি জোর দিচ্ছে সরকার? এর থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্র দেশের বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি দিতে ব্যর্থ।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, “এই সমস্ত তরুণ মনকে অবশ্যই স্টার্ট আপ সেক্টরের বিশাল সম্ভাবনা যুবক যুবতীদের উপলব্ধি করতে হবে এবং সরকারী চাকরিতে স্থায়ী হওয়ার পরিবর্তে তাদের অবশ্যই স্টার্ট আপ চালু করার এবং চাকরি তৈরির সুযোগসুবিধাগুলি কাজে লাগাতে হবে। সম্প্রতি দিল্লির প্রগতি সিং ময়দানে জাতীয় প্রযুক্তি দিবস প্রদর্শনীতে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও জানান, ২০১৪ সালের আগে, সেখানে দেশে মাত্র ৩৫০-৪০০ স্টার্ট আপ ছিল সেখানে ২০১৬ সালে নরেন্দ্র মোদি সরকার স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগ চালুর পর সেই সংখ্যা বর্তমানে এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতীয় বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের সম্মান জানাতে জাতীয় প্রযুক্তি দিবস উদযাপন শুরু করেছিলেন।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version