Thursday, November 13, 2025

রাতভর নাটক, জয়নগর কেন্দ্রে মাত্র ১৬ ভোটে জয়ী বিজেপি প্রার্থী

Date:

রাতভর গণনার পর শেষ পর্যন্ত ফল প্রকাশ হল কর্নাটকের জয়নগর কেন্দ্রের। শনিবার দুপুর থেকে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।আজ রবিবার শেষ অবধি নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি।জয়ের ব্যবধান মাত্র ১৬।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। তাদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ১৬। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে ঠিক এই দৃশ্যটাই দেখা গিয়েছিল।প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী হিসাবে ঘোষণা করা হলেও, পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ১৬২২ ভোটে জয়ী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ২২৪আসনের বিধানসভা নির্বাচনের ১৩৫টি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি জিতেছে ৬৬টি আসনে। বাকি কেন্দ্রগুলিতে গতকালই ফল প্রকাশ হয়ে গেলেও, সমস্যা তৈরি হয়েছিল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি জয়ী হয়েছেন নাকি বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি, তা নিয়েই সংশয় তৈরি হয়। শনিবার রাত অবধি তিনবার গণনা হয় ওই কেন্দ্রে। তারপরও বিজেপির তরফে ফের গণনার দাবি করা হয়। এরপর মধ্য রাত অবধি ফের চলে ভোট গণনা।রবিবার সকালে নির্বাচন কমিশনের তরফে কর্নাটক বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, জয়নগর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি নন, জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি। কংগ্রেস প্রার্থী যেখানে ৫৭ হাজার ৭৮১টি ভোট পেয়েছেন, সেখানেই বিজেপি প্রার্থী রামামূর্তি পেয়েছেন ৫৭ হাজার ৭৯৭টি ভোট। অর্থাৎ জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৬।

শনিবার মধ্য রাত অবধি গণনা চলে জয়নগর কেন্দ্রে। বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্যও। তিনবার গণনার পরও তেজস্বী সূর্য ফের গণনার দাবি করেন। এদিকে, অশান্তির খবর পেয়ে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারও ওই কেন্দ্রে যান।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version