Tuesday, May 6, 2025

রাতভর গণনার পর শেষ পর্যন্ত ফল প্রকাশ হল কর্নাটকের জয়নগর কেন্দ্রের। শনিবার দুপুর থেকে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।আজ রবিবার শেষ অবধি নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি।জয়ের ব্যবধান মাত্র ১৬।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। তাদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ১৬। ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে ঠিক এই দৃশ্যটাই দেখা গিয়েছিল।প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী হিসাবে ঘোষণা করা হলেও, পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ১৬২২ ভোটে জয়ী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ২২৪আসনের বিধানসভা নির্বাচনের ১৩৫টি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি জিতেছে ৬৬টি আসনে। বাকি কেন্দ্রগুলিতে গতকালই ফল প্রকাশ হয়ে গেলেও, সমস্যা তৈরি হয়েছিল বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি জয়ী হয়েছেন নাকি বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি, তা নিয়েই সংশয় তৈরি হয়। শনিবার রাত অবধি তিনবার গণনা হয় ওই কেন্দ্রে। তারপরও বিজেপির তরফে ফের গণনার দাবি করা হয়। এরপর মধ্য রাত অবধি ফের চলে ভোট গণনা।রবিবার সকালে নির্বাচন কমিশনের তরফে কর্নাটক বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, জয়নগর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি নন, জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি। কংগ্রেস প্রার্থী যেখানে ৫৭ হাজার ৭৮১টি ভোট পেয়েছেন, সেখানেই বিজেপি প্রার্থী রামামূর্তি পেয়েছেন ৫৭ হাজার ৭৯৭টি ভোট। অর্থাৎ জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৬।

শনিবার মধ্য রাত অবধি গণনা চলে জয়নগর কেন্দ্রে। বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্যও। তিনবার গণনার পরও তেজস্বী সূর্য ফের গণনার দাবি করেন। এদিকে, অশান্তির খবর পেয়ে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারও ওই কেন্দ্রে যান।

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version