Tuesday, August 26, 2025

বন্ধু অ্যাপের (Bondhu App) নতুন সংস্করণের উদ্বোধন করলেন কলকাতা পুলিশ কমিশনার (Police Commissioner) বিনীত গোয়েল (Vineet Kumar Goyal)। এই অ্যাপের মাধ্যমে কলকাতার যেকোনও জেনারেল ডায়েরি (General Diary) করার সুযোগ আগেই ছিল। এবার এই অ্যাপের আপগ্রেডেড ভার্সন নিয়ে এল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, বর্তমান এই অ্যাপে নতুন একটি বিভাগ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কোনও জিনিস হারিয়ে গেলে জেনারেল ডায়েরি করা যাবে এবং রিপোর্টের একটি কপিও ডাউনলোড করা যাবে।

অনেকেই এমন আছেন যারা কোনও জিনিস হারিয়ে গেলে থানায় যেতে ভয় পান অথবা অনেক সময় ব্যস্ততার কারণে তারা অনেকেই থানায় যেতে পারেন না। তারা এর ফলে খুবই উপকৃত হবেন বলে মনে করছে পুলিশ। ২০১৭ সালে কলকাতা পুলিশ (Kolkata Police) এই অ্যাপ চালু করে। এতদিন এই অ্যাপে হাতেগোনা কিছু ফিচার্স (Features) ছিল। এখন এই অ্যাপে আরও কিছু ফিচার্স যুক্ত করা হল। এই অ্যাপ নিয়ে পুনরায় প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ। প্রায় ছয় বছর আগে চালু হওয়া এই অ্যাপটিতে হারিয়ে যাওয়া জিনিসের জন্য জেনারেল ডায়েরি করা সুবিধা ছিল। তবে আপগ্রেডেড ভার্সনটিকে আরও সহজ করে তোলা হয়েছে। পাশাপাশি অ্যাপের আপগ্রেডেড ভার্সনে ‘রিপোর্ট মিসিং আর্টিকেল’ (Report Missing Article) নামে একটি নতুন বিভাগ যোগ করা হয়েছে। সেখানে হারিয়ে যাওয়া জিনিস নিয়ে রিপোর্ট করা যাবে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অ্যাপটির লক্ষ্য একটি জিডি দায়ের করতে যে সময় লাগে তা কমানো এবং কোনও পুলিশ একটি মামলা দায়ের করতে অস্বীকার করার সম্ভাবনাও কমিয়ে দেওয়া। পাশাপাশি মোবাইল, সিম কার্ড, আধার কার্ড, ল্যাপটপ, শংসাপত্র এবং এটিএম কার্ড যে কোনও জিনিস হারিয়ে গেলে এই অ্যাপের মাধ্যমে রিপোর্ট করা যেতে পারে। আবেদনকারী পিডিএফ ফরম্যাটে তার জিডি পেয়ে যাবেন। তবে শুধু বন্ধু অ্যাপ নয়, বয়স্কদের জন্য তৈরি ‘প্রণাম’ অ্যাপটিতেও (Pronam App) বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

 

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version