Saturday, August 23, 2025

চাপ বাড়ল খাড়গের!দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকে ডাক পড়লেও যাবেন কী শিবকুমার?

Date:

সিদ্ধারামাইয়াই  কি আরও এক বার কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন? না কি এ বার মুখ্যমন্ত্রিত্বে নতুন মুখ আনবে কংগ্রেস? এই জল্পনার মাঝেই সোমবার সিদ্ধারামাইয়া এবং ডি কে শিবকুমারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে, সোমবার ডি কে শিবকুমার জানিয়েছেন, আজ দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকে হাজির থাকতে পারছেন কিনা তা এখনও ভেবে দেখেনি তিনি।

আরও পড়ুন:অভিজ্ঞ সিদ্ধারামাইয়া নাকি “কংগ্রেসম্যান” শিবকুমার, কন্নড়ভূমে কার মাথায় উঠবে মুখ্যমন্ত্রীর মুকুট?
সোমবার দিল্লিতে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে থাকবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর মতো কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।প্রথমটাই সব ঠিক থাকলেও শেষ মূহুর্তে ডি কে শিবকুমার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি জানান আজ দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না তিনি। আজ তাঁর জন্মদিন। ৬১ তে পা দিলেন শিবকুমার। তাই দিল্লিতে তিনি থাকবেন কিনা, তা স্পষ্ট করে জানাননি তিনি।
কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা, বৈঠক চললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খাড়গেই। ফলে শিবকুমারের এই সিদ্ধান্তে খাড়গের ওপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। সোমবারের বৈঠকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। কিন্তু সেই বৈঠকে শিবকুমার না থাকলে বৈঠক কতটা সফল হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version