Friday, November 14, 2025

মাহির কাছ থেকে কেন অটোগ্রাফ নিয়েছিলেন, বলতে গিয়ে আবেগে ভাসলেন গাভাস্কর

Date:

রবিবার চিপকে আইপিএল-এ গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হারে মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই ম‍্যাচ দেখতে চিপকে ছিল সমর্থকদের ঢল। উৎসাহ ছিল তুঙ্গে। গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম‍্যাচ থাকায় দর্শকদের ধন্যবাদ জানাতে অভিনব পন্থা নেয় চেন্নাই দল। আর সেই সময় দেখা গেল এক সেরা মুহূর্ত। ম‍্যাচ শেষে সব ক্রিকেটাররা সারিবদ্ধ ভাবে মাঠের ধার দিয়ে হাঁটতে থাকেন। দর্শকদের ধন্যবাদ বার্তা লেখা বিশেষ ধরনের জার্সি পরেছিলেন তাঁরা। সেই সময় ধোনিদের চলার পথে চলে আসেন সঞ্চালকরাও। আর সেই সময় ঘটে এক সুন্দর মুহূর্ত। হঠাৎই সুনীল গাভাস্করকে দেখা যায় ধোনির দিকে ছুটে যেতে। হাতে একটি মার্কার পেন। ধোনির জার্সিতে গিয়ে সই করেন তিনি। ধোনিও পাল্টা গাভাস্করে জামায় ‘মাহি’ লেখেন। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন ধোনির কাছে অটোগ্রাফ নিয়েছিলেন গাভাস্কর, সেই নিয়ে মুখ খুললেন তিনি। বলতে বলতে আবেগে ভাসলেন গাভাস্কর।

এই নিয়ে আইপিএল-এ সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কর বলেন, “আমি যখন জানতে পারি যে, চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনি চিপকে একটা ল্যাপ নেবে, তখনই আমি ঠিক করে নিই যে, বিশেষ মুহূর্ত তৈরি করতে হবে। তাই আমি ছুটে গিয়েছিলাম মাহির অটোগ্রাফ নেওয়ার জন্য। চিপকে ওর শেষ হোম ম্যাচ ছিল। যদিও সিএসকে প্লেঅফে কোয়ালিফাই করলে, ও আবার এখানে খেলার সুযোগ পাবে। তুবও আমি চেয়েছিলাম বিশেষ কিছু করতে। আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম যে, ক্যামেরা ইউনিটের থেকে একটা মার্কার পেন পাই। আমি মাহির কাছে গিয়ে, ওকে অনুরোধ করি আমার জামায় অটোগ্রাফ দেওয়ার জন‍্য। ও কী সুন্দর ভাবে তা গ্রহণ করে নেয়। আমার কাছে ভীষণ আবেগি মুহূর্ত ছিল। কারণ ওর ভারতীয় ক্রিকেটে বিরাট অবদান।” আর এই কথা বলতে বলতে আবেগে ভাসেন গাভাস্কর।

আরও পড়ুন:শুভমনকে নিয়ে বিরাট বার্তা কোহলির, গিলের মধ‍্যে খুঁজে পেলেন নিজের যোগ্য উত্তরসূরিকে

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version