Tuesday, November 11, 2025

আজাদ হিন্দের ইতিহাস সংক্রান্ত বই প্রকাশে কেন্দ্রের আপত্তি নেই: ইঙ্গিত আদালতের

Date:

আজাদ হিন্দ বাহিনীর (Azad Hind) ইতিহাস সম্পর্কিত বই প্রকাশ করতে কোনও আপত্তি নেই কেন্দ্রীয় প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের(SukhenduShekhar Roy) দায়ের করা জনস্বার্থ মামলায় আদালতকে এমনটাই জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি এটাও জানানো হয়েছে গোটা বিষয়টি এখন প্রধানমন্ত্রীর দফতরের বিচারাধীন। আগামী ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট(Delhi Highcourt)।

ঘটনার সূত্রপাত ১৯৪৮-৪৯ সাল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস সংক্রান্ত গবেষণার দায়িত্ব দেওয়া হয় ঐতিহাসিক প্রতুল গুপ্তকে। তবে দীর্ঘ ৭৫ বছর পেরিয়ে গেলেও সেই ঐতিহাসিক গবেষণার পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করা হয়নি। যার জেরে ২০০৮ সালে নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ তথ্য জানার অধিকার আইনে পাণ্ডুলিপিটির প্রতিলিপি দাবি করলে তৎকালীন কংগ্রেস সরকার তা নাকচ করে দেয়। এর দুই বছর পর ২০১০ আসলে কেন্দ্রকে এই বই মুদ্রণের নির্দেশ দেয় তথ্য কমিশনার। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। যদিও আদালত কমিসনারের নির্দেশই বহাল রাখে। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় তৎকালীন মনমোহন সিংয়ের সরকার। আদালতে কংগ্রেস সরকার যখন দফায় দফায় ধাক্কা খাচ্ছে ঠিক সেই সময় একটি সুত্র মারফৎ জানা যায় এই বই প্রকাশ হলে আন্তর্জাতিক সম্পরকে এর কোনও প্রভাব পড়বে না।

এদিকে বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এই বইয়ের ১৮৬ থেকে ১৯১ পৃষ্টায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির। তিনি দুর্ঘটনার পর অন্য কোথাও চলে যান। আগামী ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে নেতাজি মামলায় আদালত কী রায় দেয় সেদিকেই নজর থাকবে গোটা দেশের।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version