Friday, November 14, 2025

হাসপাতালে অ্যাম্বুল্যান্স চালক আর রোগীর আত্মীয়দের বিবাদে প্রাণ গেল ৪২ বছরের মহিলার। সোমবার সালার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে (Salar Block Health Centre) অসুস্থ মাকে নিয়ে যান স্থানীয় মাধাইপুরের বাসিন্দা সাকিব আলি (Sakib ali)। রোগীকে পরীক্ষা করে চিকিৎসক তাঁকে কলকাতায় স্থানান্তকরনের কথা বলেন। এরপরেই যত গণ্ডগোল। সাকিব আলি তাঁর পরিচিত অ্যাম্বুল্যান্স ডাকলে বেঁকে বসেন হাসপাতালে থাকা অ্যাম্বুল্যান্স চালকরা। তাঁদের গাড়ি ব্যবহার করতে হবে বলে জানান তাঁরা। এই বচসার জেরে দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্স আটকে পড়ে। রোগীর পরিজনদের মারধোর করা হয় বলে অভিযোগ ওঠে। রোগীর পরিবারের দাবি, হাসপাতাল চত্বরেই সেখান থেকে অ্যাম্বুল্যান্স বের করে যখন হাসপাতালের বাইরে যাওয়া হয় সেখানেও গিয়ে ঝামেলা করেন সরকারি অ্যাম্বুল্য়ান্স চালকরা। ঠিক সময়ে হাসপাতালে নিয়ে না যেতে পারায় প্রাণ যায় রোগীর। গোটা ঘটনাটি বিএমমওএইচকে জানানো হয়। অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকরা পলাতক। ইতিমধ্যেই পুলিশ তাঁদের সন্ধান চালাচ্ছে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)বলেন, সালারের ঘটনা দুর্ভাগ্যজনক। মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতে অ্যাম্বুল্যান্স চালকরা নিজেদের মতো করে একটা নিয়ম করতেই পারেন কিন্তু তাই বলে কেউ বাইরে থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে এলে এভাবে বিলম্বিত করা এবং পরবর্তীতে রোগী মৃত্যু এটা নিঃসন্দেহে খারাপ ঘটনা। সবটা সরকারের হাতে নেই। কিন্তু যেটা ঘটেছে সেটা আপত্তিকর এবং প্রশাসন সবটা খতিয়ে দেখছে।

 

 

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version