Thursday, November 13, 2025

কিডনি বেচে হলেও হনুমান মন্দির গড়ব: বললেন মুসলিম কংগ্রেস বিধায়কের

Date:

কর্নাটকে(Karnataka) বিপুল জয়ের পর ঝাড়খণ্ডের(Jharkhand) মুসলিম কংগ্রেস বিধায়ক(MLA) ঘোষণা করে দিলেন কিডনি বেচে হলেও দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির গড়ব। কংগ্রেস(Congress) বিধায়ক ইরফান আনসারির(Irfan Ansari) দাবি, কর্নাটকে বিপুল জয়ের পর ভগবান হনুমানের(Lord Hanuman) প্রতি তাঁর ভক্তি আরও বেড়েছে। তাই জামতাড়ায় দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির গড়বেন তিনি। তার জন্য দরকার পড়লে নিজের কিডনিও বিক্রি করে দিতে রাজি তিনি।

মুসলিম হয়েও হনুমান মন্দির গড়ার ইচ্ছা প্রসঙ্গে ইরফান আনসারি বলেন, “বরাবরই আমি ভগবান হনুমানের ভক্ত। তবে কর্ণাটকে এমন বিরাট সাফল্যের পর আমার বিশ্বাস আরও বেড়েছে। সেই জন্য মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির হবে এটাই।” তবে কর্নাটক জয়ে সাফল্য উদযাপন করলেও কংগ্রেস অবশ্য দুরত্ব বাড়িয়েছে ইরফানের সঙ্গে। কারণ গত বছর ঝাড়খণ্ডে জোট সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এই বিধায়কের বিরুদ্ধে। এরপর কংগ্রেস সাসপেন্ড করে ইরফানকে। ফলে কর্নাটকে কংগ্রেসের সাফল্যে ইরফানের এই বাড়াবাড়ি উদযাপন আসলে শীর্ষ নেতৃত্বকে খুশি করার প্রচেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ২০২২ সালে ঝাড়খণ্ডে জেএমএমের জোট সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তিন বিধায়কের বিরুদ্ধে। সেই কংগ্রেস বিধায়কের তালিকায় নাম ছিল ইরফানেরও। কলকাতা থেকে টাকা সমেত ধরা পড়েন তাঁরা। মোট ৪৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় তিন বিধায়কের থেকে। এই অভিযোগ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নির্বাসিত করা হয় তিন কংগ্রেস বিধায়ককে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version