Thursday, December 18, 2025

হরিশ মুখার্জি রোডে গ্রুপ-‘ডি’ চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি! সরব কুণাল

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে শহিদ মিনার থেকে বুধবার কালীঘাট থানা পর্যন্ত মিছিল করলেন গ্রুপ ডি-র  চাকরিপ্রার্থীরা।হ্যারিকেন নিয়ে তাঁদের মিছিলে ছিলেন ন্যাড়া মাথার স্বঘোষিত কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। যদিও তাঁদের হরিশ মুখার্জি রোডে মিছিল করার অনুমতি দেয়নি আদালত। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে গতকালই তা জানিয়ে দিয়েছিল ডিভিশন বেঞ্চ।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যে রাজাশেখর মান্থা হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি দেন তাকে আর যাই হোক নিরপেক্ষ বিচারপতি বলা যায় না।কারণ, হরিশ মুখার্জি রোডটা কখনও ট্রাডিশনাল মিছিলের জায়গা নয়। সেখানে একদিকে দমকলের কেন্দ্র আছে, অন্যপ্রান্তে আছে এসএসকেএম হাসপাতাল। দূর দূরান্ত থেকে রোগীরা আসেন, অ্যাম্বুলেন্স আসে অনবরত।সেই রাস্তা আটকে সরকার বিরোধী মিছিল যাবে। সেই মিছিলের অনুমতি দেন বিচারপতি মান্থা এবং ডিভিশন বেঞ্চ সেই অনুমতি বাতিল করে, তাঁকে আর যাই হোক নিরপেক্ষ বলে মনে করি না।

প্রসঙ্গত,গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা বুধবার হ্যারিকেন হাতে মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিলের কর্মসূচি নিয়েছিলেন। হরিশ মুখার্জি রোডে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই আর্জিতে সাড়া দিয়ে, সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, বুধবার সন্ধে ৬টায়, হ্যারিকেন নিয়ে ৬০০ জন চাকরিপ্রার্থী মিছিল করতে পারবেন। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে হবে। দুটো লাইনে মিছিল যাবে।

সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বক্তব্য শোনার পর নির্দেশ দেয়, হাজরা ও হরিশ মুখার্জি রোড বাদ দিয়ে, আশুতোষ মুখার্জি রোড দিয়ে মিছিল করতে হবে। কালীঘাট থানার আগে ব্যারিকেড পর্যন্ত মিছিল করা যাবে। দু’লাইনে নয়, এক লাইনে আন্দোলনকারীদের হাঁটতে হবে।

 

spot_img

Related articles

SSC-র ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে...

মেসি কাণ্ড: রাজ্যের আর্জি মেনে পিছিয়ে গেল শুনানি, রিপোর্ট তলব হাইকোর্টের

যুবভারতীতে মেসি(Messi) বিশৃঙ্খলা কাণ্ডে বল গড়িয়েছে আদালতেও। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি ইভেন্টে বেনজির বিশৃঙ্খলা হয়েছে। তার জেরে ...

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...