ফেলুদা – ব্যোমকেশ নয়, আবির এবার নতুন টলি গোয়েন্দা!

রহ*স্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে দীপক চট্টোপাধ্যায় চরিত্রে বাঙালির কাছে আসবেন আবির।

বাংলার দর্শকদের মনে গোয়েন্দা হিসেবে নিজের জায়গাটা বেশ পাকা করেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এযাবৎকালে গোয়েন্দা হিসেবে তাঁর সাফল্য রীতিমতো ঈর্ষাজনক। সেই আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ‘ফাটাফাটি’র (Hero) বাচস্পতি এবার টলিপাড়ার নতুন গোয়েন্দা। সৌজন্যে পরিচালক দেবালয় ভট্টাচার্য (Debalay Bhattacharya)।

গত কয়েক বছরে বাংলার এখানে ওখানে ছড়িয়ে থাকা গুপ্তধনের রহস্য সমাধান করেছেন সোনাদা। তথাকথিত গোয়েন্দা না হয়ে সেখানেও তিনি সুপারহিট। তবে বেশ কিছুদিন আবির অন্য ধরনের সিনেমা করছিলেন। সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনের ছবি ফাটাফাটিতে এক ঘরোয়া মধ্যবিত্ত স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেখান থেকে একেবারে ভোলবদল। রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে দীপক চট্টোপাধ্যায় চরিত্রে বাঙালির কাছে আসবেন আবির।

 

 

Previous articleহঠাৎ নবান্নে ২টি তলা পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Next articleমুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেও ‘ভাঙা রের্কড’ শুভেন্দুর, “পাগলের প্রলাপ” তীব্র কটাক্ষ কুণালের