Sunday, November 2, 2025

কনভয়ের ধাক্কায় মৃ.ত্যু মামলার তদন্ত করবে রাজ্যই! হাই কোর্টের নির্দেশে মুখ পু.ড়ল শুভেন্দুর

Date:

বিরোধী দলনেতা (Opposition Leader) তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় ধাক্কা (Convoy Accident) মামলায় তদন্ত চালাতে পারবে রাজ্য। বুধবার এমনই অন্তর্বর্তী নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। পাশাপাশি এদিন হাই কোর্ট সাফ জানিয়েছে, এখনই শুভেন্দুর দায়িত্বে থাকা সিআরপিএফ (CRPF) আধিকারিকদের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এছাড়াও আদালত সাফ জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া এখনই কোনও চূড়ান্ত রিপোর্ট (Final Report) জমা দিতে পারবে না সিআইডি। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ জুন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর চণ্ডীপুরের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয় শেখ ইসরাফিল (৩৩) নামক এক ব্যক্তির। ঘটনায় সিআইডি তদন্তের (CID Invesyigation) নির্দেশ দেওয়া হয়। এরপরই কনভয় বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন হাই কোর্টে সওয়াল জবাব চলাকালীন বিচারপতি মান্থা সাফ জানান, যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই সেক্ষেত্রে যদি রাজ্য পুলিশ কোনও নোটিশ পাঠায় সেক্ষেত্রে সাড়া দেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে শুভেন্দুর অভিযোগ ছিল, কনভয় যে রুট দিয়ে যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাজ্যের তরফে করা হচ্ছে না। আর এরপরই রাজ্যে ভিআইপিদের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থার আয়োজন করা হয় তা বিস্তারিতভাবে রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি মান্থা।

আর সেই মামলায় বুধবার অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাই কোর্টের। উল্লেখ্য, গত ৪ মে নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন শেখ ইসরাফিল। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে খবর। তবে এদিনের নির্দেশে বেশ বেকায়দায় পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। কারণ এদিন তাঁর দাবি না মেনে মেনে রাজ্য পুলিশের উপরই আস্থা রেখেছে কলকাতা হাই কোর্ট।

 

 

 

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version