Wednesday, December 17, 2025

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেও ‘ভাঙা রের্কড’ শুভেন্দুর, “পাগলের প্রলাপ” তীব্র কটাক্ষ কুণালের

Date:

Share post:

এগরায় বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশমত কাজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার ও ৪ জনকে আটক করেছে এগরা পুলিশ।এলাকায় নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় NIA তদন্তে আপত্তি নেই বলেও জানিয়েছেন। এরপরও মর্মান্তিক ঘটনাটিতে রাজনৈতিক রঙ লাগাতে মরিয়া গেরুয়া শিবির। বুধবার সকাল ১১টায় ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরণস্থলে থেকে ২০০ মিটার দূরে একটি বাড়ির ছাদে উঠে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণের পাশাপাশি বিস্ফোরণে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ না নেওয়ার আর্জি জানান তিনি। পাশপাশি গ্রামবাসীদের জানান, NIA তদন্ত হবেই। শুভেন্দুর মুখ্যমন্ত্রীকে আক্রমণের প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী। NIA তদন্তেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন। কোনও ইস্যু না পেয়ে প্রচারে আসতে চাইছেন শুভেন্দু।তাই পাগলের প্রলাপ বকছেন।”

আরও পড়ুন:অ-বিজেপি রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করবেন না,ইডিকে তুলোধনা সুপ্রিম কোর্টের
এগরা কাণ্ডে উত্তাল গোটা বাংলা। কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার।বুধবার সকালে এগরায় পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে একটি বাড়ির ছাদ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা। পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুর চড়ান তিনি। কড়া ভাষায় আক্রমণ করেন পুলিশকে। এদিন শুভেন্দু বলেন, “আমি এনআইএ তদন্তের দাবিতে আদালতে গিয়েছি। এর শেষ দেখব। পুলিশের চোখের সামনে দিনের পর দিন এই কাজ চলেছে। পুলিশ কিছু করেনি।”এর কটাক্ষ করে তৃণমূলের তরফে জানানো হয়,শুভেন্দু তো ওই জেলারই মানুষ। আগে তো কখনও কোনওদিনও বলতে শোনা যায়নি ভানু বাগের গ্রেফতারের কথা। কাজ না পেয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে শুভেন্দু।
এদিন শুভেন্দু অধিকারি বিস্ফোরণকাণ্ডে আহত ও নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া ক্ষতিপূরণের টাকা না নেওয়ার কথা বলেন। সেইসঙ্গে এনআইএ তদন্তের পাশপাশি সেন্ট্রাল ফরেন্সিক টিমকে তদন্ত করতে হবে বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর এই দাবি প্রসঙ্গে তৃণমূলের তরফে কটাক্ষ, “অমিত শাহের কাছে নম্বর বাড়াতে পাগলের প্রলাপ বকছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী তো গতকালই বলেছেন তাঁর এনআইএ তদন্তে কোনও আপত্তি নেই। তবে কেন এসব কথা উঠছে? ”

 

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...