কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) নির্দেশে মঙ্গলবার চাকরি হারিয়েছেন শিলিগুড়ির ববিতা সরকার(Babita Sarkar)। দুই হাত ঘুরে এই চাকরি দেওয়া হয়েছে অনামিকা রায়(Anamika Roy) নামে এক এসএসসি(SSC) পরীক্ষার্থীকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Ganguly) নির্দেশে চাকরি খুইয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা।
রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে নিয়ম-বহির্ভূত পদ্ধতিতে চাকরি পাওয়ার অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন ববিতা সরকার। সেই মামলায় চাকরি হারান অঙ্কিতা। এবং চাকরি যায় ববিতার কাছে। এরপর ববিতার চাকরিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অনামিকা। অভিযোগ করেন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতক স্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে, যার ফলে তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’ বেড়ে গিয়েছে। মামলা খতিয়ে দেখার পর মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় ববিতার। বিচারপতি জানান, ববিতার চাকরি পাবেন অনামিকা। পাশাপাশি অঙ্কিতার থেকে পাওয়া টাকাও ফেরত দিতে হবে ববিতাকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ববিতা।