Thursday, August 28, 2025

কেন্দ্রীয় বাহিনীর আড়ালে তৃণমূলের উপর হা.মলা, অভি.যোগের আঙ্গুল বিজেপির দিকে

Date:

এগরার ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিলের নামে তৃণমূল (TMC) কর্মীদের লক্ষ্য করে হা.মলা চালানোর অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। বোমাবাজি আর গুলির জেরে উত্তেজনা ভগবানপুরে (Bhagabanpur)।

 

সূত্রের খবর ভগবানপুরের (Bhagabanpur) বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি-সহ (Rabindranath Maiti) কয়েকজন বিজেপি নেতা ও কর্মীরা এদিন মিছিলের নামে পরিকল্পিত অশান্তি তৈরি চেষ্টা করেন।ভূপতিনগর থানার (Bhupati Nagar) পাউসি এলাকায় মিছিল পৌঁছতেই আচমকা সেখানে বোমাবাজির পাশাপাশি গুলির শব্দও শোনা যায় বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীর আড়ালে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে এই ঘটনা ঘটিয়েছে গেরুয়া শিবির , এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূলের তরফ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের আটকানোর চেষ্টা হলে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার বিশাল পুলিশবাহিনী। দুর্যোগের আবহে আপাতত শুনশান এলাকা।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) টুইটে লেখেন, “ভগবানপুরে বিজেপির মিছিল থেকে হামলা। আক্রান্ত কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর আড়াল থেকে বোমা, ইঁট মারে বিজেপি। তৃণমূল কর্মীরা বাধা দিলে মানুষ লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী।” বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে আঙুল তোলা হলেও রাজনৈতিক মহল মনে করছে ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টায় এবং যে কোনও পরিস্থিতিতেই এনআইএ তদন্তের দাবিকে সোচ্চার করার লক্ষ্য নিয়েই এই ধরনের অশান্তি আর আতঙ্কের আবহ তৈরির চেষ্টা করছে বিজেপি।

 

 

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version