Thursday, May 8, 2025

দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতার কথা ভুলে প্রতিবেশী দেশ চিনের সাহায্যে এগিয়ে এল ভারত। ৩৯ জন নাবিক নিয়ে ভারত মহাসাগরে চিনের জাহাজডুবির ঘটনা ঘটেছে। তাদের উদ্ধারে এগিয়ে গিয়েছে ভারতীয় নৌসেনা। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় নৌসেনা।

বলা হয়েছে, বুধবার ১৭ মে ৩৯ জন নাবিককে নিয়ে ডুবে যায় চিনের মাছ ধরার জাহাজ -লু পেং ইউয়ান ইউ ০২৮। জাহাজে ১৭ জন ইন্দোনেশিয়া ও ৫ জন ফিলিপিন্সের বাসিন্দা রয়েছেন। এছাড়াও জাহাজে ছিলেন ১৭ জন চিনা নাবিক। দক্ষিণ চিন সাগরে তলিয়ে যান সকলেই। তাদের উদ্ধার করতে সাহায্যের আবেদন করেছিল চিন।

ভারতীয় নৌসেনা সূত্রে জানা গিয়েছে, পি-৮১ নামে একটি বিমানের সাহায্যে নিখোঁজ নাবিকদের তল্লাশি শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার সত্ত্বেও বুধবার ব্যাপক অনুসন্ধান চালানো হয় এবং সম্ভবত ডুবে যাওয়া জাহাজের ভেতরে একাধিক বস্তুর সন্ধান পেয়েছে ওই বিমান। নৌসেনার তরফে বিশেষ জাহাজও মোতায়েন করা হয়েছে দুর্ঘটনাস্থলে। ভারত মহাসাগরীয় এলাকায় শান্তি ও সুরক্ষা বজায় রাখতে ভারত বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছে নৌসেনা। সেই কারণেই চিনা জাহাজের উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে ভারত।

এ ব্যাপারে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বৃহস্পতিবার বলেছেন, জাহাজের দুই নাবিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে। একাধিক দেশ চিনকে সাহায্য করছে। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালদ্বীপ এবং ফিলিপাইনের মতো দেশ উদ্ধারকাজে সাহায্য করছে।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version