Wednesday, August 20, 2025

এসপি শান্তি দাস বসাকের নেতৃত্বে এগরায় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল

Date:

এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast) বৃহস্পতিবারই ঘটনাস্থলে যেতে পারে রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল (Human Rights Commission)। সূত্রের খবর, এসপি শান্তি দাস বসাকের (SP Shanti Das Basak) নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের এদিন ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, এগরার বিস্ফোরণকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখবেন চার সদস্যের ওই প্রতিনিধি দল। পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। পরে থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তাঁরা। পাশাপাশি পুলিশের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তাঁরা।

এদিকে, বৃহস্পতিবারই সিআইডি গোয়েন্দারা (CID) খোঁজ পেয়েছেন এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগকে (Bhanu Bag)। কটকের একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জেরে ভানুর শরীরের প্রায় ৭০ শতাংশেরও বেশি পুড়ে গিয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভানু। আর সেই কারণে এখনই তাঁকে গ্রেফতার করা সম্ভব নয়। তবে এদিনই গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎকে।

পাশাপাশি ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, ভানু বাগ, তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভানুর স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ৩০৪, ২৮৬ ও ফায়ার সার্ভিসেস অ্যাক্টের ২৪ ও ২৬ ধারায় দায়ের হয়েছে এফআইআর।

 

 

Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...
Exit mobile version