Tuesday, November 4, 2025

CBI তলব: কর্মসূচি ছেড়ে কলকাতার পথে অভিষেক, ভার্চুয়ালি সভা করবেন মমতা

Date:

আগেই জানিয়েছিলেন সিবিআই যদি ডাকে তবে তদন্তে সহযোগিতা করতে প্রয়োজনে কর্মসূচি স্থগিত রেখে কলকাতা(Kolkata) ফিরবেন। সেইমতো জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের(CBI) নোটিশ হাতে পেয়েই বাকুড়ার সোনামুখির রোড শো শেষ করেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। আগামী শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সিবিআই নোটিশ হাতে পেয়ে সেই নোটিশের ছবি সহ একটি টুইটও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, সোনামুখির রোড শোর পর পাত্রসায়রে জনসভা ছিল তৃণমূল সাংসদের। অভিষেকের পরিবর্তে ভার্চুয়ারি এখানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

শুক্রবার দুপুরে সিবিআইয়ের নোটিশ হাতে পাওয়ার পর টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমায় আগামীকাল অর্থাৎ ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য আমায় ডাকা হয়েছে, সেই নোটিশ আমি আজ পেলাম। একটা দিনও আমায় সময় দেওয়া হয়নি। কর্মসূচি থাকা সত্ত্বেও আমি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছি এবং তদন্তে সবরকম সহযোগিতা করব।” পাশাপাশি অভিষেক আরও লেখেন, “জনসংযোগ যাত্রা আপাতত স্থগিত করলাম। তবে যেখান থেকে শেষ করলাম ২২ মে বাকুড়ার ঠিক সেইখান থেকেই আবার শুরু করব। এই ঘটনার জেরে হতাশা নয়, বরং আমি আরও বেশি করে পশ্চিমবঙ্গের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করব, সেই লক্ষ্যেই আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

 

এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক না থাকলেও বাতিল হচ্ছে না অভিষেকের আজকের কর্মসূচি। জানা গিয়েছে, সোনামুখির রোড শোর পর পাত্রসায়রে তৃণমূলের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিবিআইয়ের এই নোটিশকে কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চক্রান্ত বলে তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন টুইট করে তিনি লেখেন, “অভিষেকের জনজোয়ারকে ভয় পেয়ে কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চক্রান্তেই সিবিআইকে দিয়ে বিজেপির এই তড়িঘড়ি নোটিসের ছক। এভাবে নবজোয়ার থামানো যাবে না। এই অভিমন্যু চক্রব্যূহ ভাঙতে শিখে গিয়েছে।”

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version