Wednesday, August 20, 2025

“কথার জাগলারিতে অভিষেককে সিবিআই তলব, সারদাকর্তার বয়ানে কেন ডাক পাবে না শুভেন্দু?”

Date:

রাজনৈতিক প্রতিহিংসার ছবিটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। শকুনের রাজনীতি করছে বিজেপি (BJP)। কথার জাগলারিতে নাম জড়িয়ে জিজ্ঞাসাবাদ।” নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) একটি বক্তব্য এবং চিঠি মামলাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর তলব ইস্যুতে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দীর্ঘ ২৫দিন রাজনৈতিক কর্মসূচির জন্য জেলা চষে ফেলছেন অভিষেক (Abhishek Banerjee)। মানুষের বিপুল সাড়া। তারই মাঝে নূন্যতম সময় না দিয়ে নোটিশ। আগামিকাল শনিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই (CBI)। মানবিক দিক থেকে বিষয়টি বিবেচনা করে অন্তত ৪৮ ঘন্টা আগে নোটিশ দেওয়া উচিত ছিল বলেই মনে করছে তৃণমূল (TMC)। তবে সমন পেয়ে তড়িঘড়ি বাঁকুড়া থেকে কলকাতার পথে রওনা দিয়েছেন তিনি।

জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে তৃণমূলের শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। অভিষেককে সিবিআই তলব ইস্যুতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন সুর চড়িয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি পক্ষপাতদুষ্ট আচরণ করছে, এমন অভিযোগ তোলেন শাসক দলের মুখপাত্র। এদিন কুণাল বলেন, “যে ঘটনার বা মামলার ত্রিসীমানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, শুধুমাত্র কথার জাগলারিতে তাঁর নামটা জড়িয়ে জিজ্ঞাসাবাদ করা, তাকে ডাকা, এটা কোন রাজনীতি? তদন্তের স্বার্থে তো এই মামলায় সিবিআইয়ের অভিষেককে ডাকার দরকার পড়েনি। অভিষেক কিছু মন্তব্য করেছেন, কোনও এক বন্দি কোনও একটা মন্তব্য করেছেন। তড়িঘড়ি অভিষেককে ডাকতে হবে? অকারণে ডাকবে কেন? অভিষেক তো অতীতে তদন্তের মুখোমুখি হয়েছেন।”

অতীতের একাধিক উদাহরণ টেনে কুণাল ঘোষ কেন্দ্রীয় এজেন্সির এমন ভূমিকার তীব্র নিন্দা করেছেন। তাঁর কথায়, “যদি একজন বন্দির চিঠির ভিত্তিতে অভিষেককে ডাকতে এতটা তৎপর হন, তবে সারদার কর্ণধার সুদীপ্ত সেন প্রেসিডেন্সি জেল থেকে সম্পূর্ণ আইনসম্মতভাবে কোর্টে যে লিখিত বয়ান দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারীর নাম আছে। নারদ মামলায় এফআইআর-এ নাম থাকা শুভেন্দুকে ধরা হচ্ছে না, তিনি বিজেপি করছেন বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশকে ভয় পান না। তবে অকারণে ডাকবে কেন? কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হয়, তবে সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হবে না?”

 

 

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version