Monday, November 10, 2025

দলের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ইমরানকে কড়া বার্তা পাক প্রেসিডেন্টের

Date:

সরকারি সম্পত্তি ভাংচুর থেকে সেনাবাহিনীর উপর হামলা, গত কয়েকদিনে ইমরান খানের(Imran Khan) সমর্থকদের কর্মকাণ্ড সারা বিশ্বে নিন্দার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ইমরানকে নিজের দলীয় সমর্থকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি(Arif Alvi)। পাশাপাশি জানা যাচ্ছে শুক্রবার ফের ইমরান খানের বাড়িতে তল্লাশি চালাতে পারে লাহোর পুলিশ।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের(Pakistan) প্রেসিডেন্ট বলেন, “সেনার দপ্তর সরকারি সম্পত্তির উপর আক্রমণের শুধু নিন্দা করলেই চলবে না। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে হবে। এমন অশোভন ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তা নিশ্চিত করতে হবে।” নিজের বক্তব্যে পাক প্রেসিডেন্ট ইমরানের নাম উচ্চারণ না করলেও তার নিশানা যে প্রাক্তন প্রধানমন্ত্রী তা বেশ স্পষ্ট। কারণ গত ৯ মে ইমরানের দলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান সরকার। নিজের সাক্ষাৎকারে পাকিস্তানের রাষ্ট্রপতি আরো বলেন, “দেশব্যাপী হিংসার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে অভিযুক্তদের মানবাধিকারের কথাও মাথায় দেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”

উল্লেখ্য, ইমরানের গ্রেফতারির পর দেশ জুড়ে হিংসায় সরব হয়ে উঠেছিল পিটিআই সমর্থকরা। তার অবশ্য নিন্দায় সরোভন ইমরান সহ দলীয় নেতৃত্বরা। তবে পাক সরকার অভিযোগ জানায়, দেশব্যাপী হিংসার ঘটনায় মূল অভিযুক্তদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে ইমরান। যদিও সে অভিযোগ উড়িয়ে দেয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version