Saturday, August 23, 2025

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের এগিয়ে রাখলেও, বিরাট ফ‍্যাক্টর, মনে করছেন পন্টিং

Date:

আইপিএল-এর পরই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর এই ম‍্যাচে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। যদিও এই ম্যাচে ভারতের পক্ষে বড় ফ্যাক্টর হবেন বিরাট কোহলি, এমনটাই মনে করছেন তিনি।

এই নিয়ে পন্টিং বলেন,” ম্যাচটা যদি ভারতে হত, তাহলে আমি বলতাম অস্ট্রেলিয়ার জেতা কঠিন ছিল। যদি অস্ট্রেলিয়ায় খেলা হত, তাহলে ভারতের পক্ষে কঠিন হত। ইংল্যান্ডের মাটিতে খেলা হওয়ায় দুই দল সমান জায়গায়। কী রকম আবহাওয়া হবে আমরা জানি না। তবে ওভালে অস্ট্রেলিয়া একটু সুবিধা পেতে পারে। কারণ সেখানকার উইকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কিছুটা মিলে যায়। ”

এরপরই পন্টিং বলেন,” আমার মনে হয়, এটি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে ভারতের টপ অর্ডারের লড়াই হবে।”

এদিকে নিজের ছন্দে ক‍্যামব‍্যাক করেছেন বিরাট। টেস্ট ক্রিকেটে শতরানের পাশাপাশি একদিনের ক্রিকেট কিংবা চলতি আইপিএল শতরানের মুখ দেখেন কোহলি। নিজের সেরা ফর্মে রয়েছেন তিনি। তাই আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচে ভারতের পক্ষে বড় ফ্যাক্টর হবেন বিরাট কোহলি, এমনটাই মনে করছেন পন্টিং। এই নিয়ে তিনি বলেন,” আমি এক মাস আগে বিরাটের সঙ্গে কথা বলছিলাম যখন আমরা বেঙ্গালুরুতে খেলতে গিয়েছিলাম। আর ওর ব্যাটিং কেরিয়ার নিয়ে আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। ও আমায় বলেছে যে ও মনে করছে ও নিজের সেরা জায়গায় ফিরেছে। বৃহস্পতিবার সেটা দেখা গিয়েছে। আইপিএলে দারুণ ছন্দে বিরাট। আমি নিশ্চিত ওর উইকেট অস্ট্রেলিয়ার বোলারদের জন্য সেরা পুরষ্কার হবে।”

আরও পড়ুন:শেষ ম‍্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বিশেষ জার্সি পরতে চলেছে দিল্লি, সোশ্যাল মিডিয়ায় বার্তা


 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version