১) পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়্যালস। পাঞ্জাবকে ৪ উইকেটে হারায় রাজস্থান। রাজস্থানের হয়ে অর্ধশতরান যশস্বী জসওয়াল এবং পাড্ডিকালের। বল হাতে তিন উইকেট নভদীপ সাইনির।

২) চলতি বছরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। ইতিমধ্যেই লিও কে দলে পেতে ঝাঁপিয়েছে মেসির পুরোনো ক্লাব বার্সেলোনা। মেসিকে পেতে নিজেদের দর বাড়াচ্ছে আল হিলাল। এমনটাই খবর এক বিশ্ব সংবাদসংস্থার।
৩) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের এগিয়ে রাখলেও, বিরাট ফ্যাক্টর, মনে করছেন রিকি পন্টিং। তিনি বলেন, বিরাটের উইকেট অস্ট্রেলিয়ার বোলারদের জন্য সেরা পুরষ্কার হবে।”

৪) ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। শুধু তাই নয়, আগামি বছর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন তিনি। চোটের কারণেই ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন নাদাল। আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন।

৫) শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল-এর শেষ ম্যাচ খেলতে নামছে দিল্লি। আর সেই ম্যাচে বিশেষ রামধনু রং-এর জার্সি পরতে চলেছেন ওয়ার্নাররা। এমনটাই জানান হল দিল্লির পক্ষ থেকে।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে ৪ উইকেটে জয় রাজস্থান রয়্যালসের
