Saturday, May 3, 2025

পানীয় জল নিয়ে লাগাতার স.মস্যার জের! পাইপলাইন খুঁড়তেই চোখ কপালে পুর কর্মীদের

Date:

পানীয় জল (Drinking Water) নিয়ে সমস্যা অনেকদিনের। দীর্ঘদিন হয়ে গেলেও কেন এমন জল আসছে তা বুঝে উঠতে পারছিলেন না স্থানীয়রা। আর সেই কারণ অনুসন্ধান করতে গিয়েই এক ভয়াবহ ঘটনা সামনে এল। যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পানীয় জলের পাইপলাইন (Pipeline) দিয়ে ঘোলা এবং গন্ধযুক্ত জল পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। পরে বাধ্য হয়েই সেই জল শহরের ৪ হাজার মানুষ বিগত চার দিন ধরে পান করেছিলেন। এরপরই আচমকা জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। যার জেরে আরও সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। আর সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে পুরসভার কর্মীরা কাজে হাত লাগাতে গেলে এক ভয়াবহ ঘটনা সামনে এল। আর বিষয়টিকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মোদিরাজ্য গুজরাটের (Gujrat) পাটনের সিদ্ধাপুর শহরে।

স্থানীয় সূত্রে খবর, জল সরবারহ বন্ধ হয়ে যাওয়া এবং নোংরা জল কেন সরবরাহ করা হচ্ছে, এই অভিযোগ তুলে পুরসভার দ্বারস্থ হন স্থানীয়রা। তবে পুরসভাও এরপরই ধন্দে পড়ে যায়। কারণ জল সরবরাহ নিয়ে এর আগে কোনও অভিযোগ জমা পড়েনি। কিন্তু আচমকা অভিযোগ জমা পড়ায় তৎপর হয় পুরসভা। বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার কর্মীরা। এরপরই পুরকর্মীরা দেখেন পাইপের এক জায়গা থেকে জল লিক করছে। এরপরই পাইপলাইন খোঁড়াখুড়ির কাজ শুরু করেন পুরকর্মীরা। তবে গত সোমবার মেরামতির কাজ করার সময় পাইপলাইন খুঁড়তেই চমকে ওঠেন পুরকর্মীরা। তাঁরা দেখেন, এক মহিলার (Women) টুকরো করা দেহ পাইপলাইনে আটকে রয়েছে। তাঁর ধড় থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। তবে প্রথমে দুটি হাত এবং কোমর থেকে পা পর্যন্ত টুকরো মেলে ওই মহিলার। বাকি অঙ্গের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মহিলার টুকরো করা দেহ মেলার খবর চাউর হতেই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে সোমবার সারা দিন কেটে গেলেও খুঁজ পাওয়া যায়নি মহিলার মাথা। পরে মঙ্গলবারও ফের পাইপলাইন খতিয়ে দেখেন পুরকর্মীরা। তখন তাঁরা অন্য একটি এলাকায় মহিলার মাথা এবং দেহের বাকি অংশ খুঁজে পান। জানা গিয়েছে, মহিলাটির পুরো দেহ পচে গিয়েছিল। আর ওই দেহ পাইপলাইনের ভিতরে থাকা অবস্থাতেই জল সরবরাহ করা হয়। আর সেই জল বেশ কয়েক দিন ধরেই পান করেছিলেন বাসিন্দারা। এদিকে পাইপলাইন থেকে দেহ উদ্ধার হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে শহরেরই এক এলাকা থেকে গত সপ্তাহেই এক তরুণী নিখোঁজ হয়ে যান। নিখোঁজ মহিলার নাম লাভিনা হরওয়ানি। তবে কীভাবে তাঁর দেহ পাইপলাইনে গেল তা নিয়ে বাড়ছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version