Monday, August 25, 2025

অভিনয়ের দিক থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে ‘অপরাজিত’ প্রমাণ করেছেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) । সম্প্রতি সিনেমাতে পুরোপুরি মনোনিবেশ করার কথা সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানিয়েছেন অভিনেতা নিজেই। যদিও জিতু তাঁর দাম্পত্যেও সিনেমাটিক ছোঁয়া বজায় রাখেন স্ত্রী নবনীতার (Nabanita) সঙ্গে করা বিভিন্ন রিলস-এর মাধ্যমে। কিন্তু এবার অভিনেতার সঙ্গে এক বিদেশিনীকে দেখে চমকে উঠেছেন তাঁর ফ্যানেরা। নবনীতাকে সঙ্গে না নিয়ে গিয়ে লন্ডনের মাটিতে কার সঙ্গে ঘুরছেন জিতু? ফেসবুক পোস্টে তাঁর নাম দেখাচ্ছে অ্যালেকজান্দ্রা টেলর (Alexandra Taylor) । এখান থেকেই প্রশ্ন উকি দিচ্ছে এবার কি তাহলে নতুন কোন খবর দেবেন জিতু?

টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের প্রতি মুহূর্তে বদলে যাওয়া স্ট্যাটাস তাদের বর্তমান অবস্থানের কথা জানিয়ে দেয়। ঠিক যেমন অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) ফ্যানেরা এতদিনে জেনে গেছেন যে তাদের প্রিয় তারকা আপাতত লন্ডনে রয়েছেন। অ্যালেকজান্দ্রা টেলরের সঙ্গে যে শুটিংয়ে ব্যস্ত ‘অপরাজিত’ জিতু, সে কথা অভিনেতার অনুরাগীরা জানেন। আসলেই এসকে মুভিজের (Eskay Movies) দুটি ছবির শুটিং চলছে লন্ডনে। একটি ছবির নাম ‘বাবুসোনা’ (BabuShona)এবং আরেকটি ছবির নাম ‘আপনজন’। দুটির মুখ্য চরিত্রে জিতু। এই সিনেমায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন তিনি।গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অ্যালেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যকেও। অন্য ছবিতে ‘ফাটাফাটি’ অভিনেত্রী ঋতাভরীর (Ritabhari Chakraborty) সঙ্গে নিপাট বন্ধুত্বের রসায়ন জমে উঠবে।

অ্যালেকজান্দ্রা (Alexandra Taylor) সোশ্যাল মিডিয়ায় তার এবং জিতু কমলের একটি ছবি পোস্ট করে লেখেন, ” তোমার সঙ্গে কাজ করা এবং বিগ স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। তোমার সমস্ত কাজের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই। ” নিজের পোস্টের শেষেই হ্যাশট্যাগ ‘বাবুসোনা’ লিখতে ভোলেননি অভিনেত্রী। লন্ডনের শিশু অপহরণের ঘটনা থেকে বাবু আর সোনার জীবনের গল্প বদলে যাওয়ার ছবি ‘বাবুসোনা’।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version