Saturday, November 15, 2025

আজ কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ সিদ্দারামাইয়ার, অতিথি তালিকায় নেই কেজরিওয়াল!

Date:

দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)।আজ, শনিবার দুপুর সাড়ে ১২টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। বিজেপির (BJP) বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তা দিতেই সব রাজনৈতিক দলগুলিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও অতিথি তালিকায় বাদ দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi CM) নাম।

বিজেপিকে বিপুল ভোটে হারিয়ে কর্নাটকে সরকার গড়েছে কংগ্রেস। ভোটের ফল প্রকাশের পর পাঁচ দিন ধরে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে। অবশেষে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সিদ্দারামাইয়াকে বেছে নিয়েছেন। উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন ডিকে শিবকুমার (DK Shivakumar)। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলীয় শীর্ষ নেতৃত্ব যেমন সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীরা তো থাকবেনই, তবে কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছে বড় চমক। আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar), তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। আমন্ত্রণ পত্র পেয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পওয়ার, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। এছাড়া জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ডি রাজা, সীতারাম ইয়েচুরি ও অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস শাসিত তিন রাজ্য রাজস্থান, ছত্তিশগড় ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল ও সুখবিন্দর সিং সুখুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তালিকায় নেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম।কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও (Pinarayi Vijayan) ব্রাত্য রাখা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে না পারলেও প্রতিনিধি হিসেবে কাকলি ঘোষ দস্তিদার এই অনুষ্ঠানে থাকবেন বলে জানা গেছে।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version