শনিবার সকাল সাড়ে ১১টায় ওয়েবসাইটে মাদ্রাসার ফল প্রকাশ

শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবার হাই-মাদ্রাসা (High Madrasah), আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। আগেই জানানো হয়েছিল ২০ মে শনিবার প্রকাশিত হবে ফল। চলতি বছর পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি, শেষ হয় ১৩ মার্চ। সাড়ে দশটায় পর্ষদের তরফে ফল প্রকাশিত হলেও সকাল সাড়ে ১১টা থেকে দেখা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলিতে , এমনটাই জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ সূত্রে খবর এদিনই পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলির হাতে পড়ুয়াদের মার্কশিট তুলে দেওয়া হবে। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবার পালা মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফলাফলের। পড়ুয়ারা অফিসিয়াল ওয়েবসাইট wbbme.org তে এই ফল দেখতে পাবেন।

 

Previous articleশনিবারে সুজয়কৃষ্ণের বাড়িতে ইডি, তল্লা.শি শহরের ১০ জায়গায়!
Next articleনির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে হাজিরা অভিষেকের!