Tuesday, November 11, 2025

SSKM হাসপাতালে রোগী ভর্তি নিয়ে গোলমালের জেরে তৎপর প্রশাসন। শনিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হাসপাতালের তরফে কোনও গাফিলতি নেই। এখানে কোনও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। কড়া হাতে দমন করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছেন, এই ঘটনায় পদ্ধতিগত কোনও বেনিয়ম হয়নি। হাসপাতালে রোগী স্বার্থবিরোধী কোনও পদক্ষেপও করা হয়নি। সেই সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছেন এসএসকেএমে কোনও দালালরাজ নেই।
শুক্রবার রাতে, কামারহাটির মদন মিত্র (Madan Mitra) একজন দুর্ঘটনাগ্রস্ত স্বাস্থ্যকর্মীকে ভর্তি করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। জখম ব্যক্তি অন্য একটি সরকারি হাসপাতালের ল্যাব অ্যাসিস্টেন্ট।

অভিযোগ, চিকিৎসা না করে তাঁকে ৬ ঘণ্টা ফেলে রাখা হয়। খবর পেয়ে এসএসকেএমে যান মদন। কিন্তু সেখানে বেড না থাকায় রোগীকে ভর্তি করা যায়নি। ক্ষুব্ধ হন কামারহাটির বিধায়ক। বলেন, “এটা সিপিএমের আমল হলে এই রোগীকে ভর্তি করতে আমার এক মিনিট লাগত। কিন্তু এখন পারলাম না।” এরপর নিজের উদ্যোগে জখম যুবককে অন্যত্র নিয়ে যান মদন। একই সঙ্গে SSKM-কে বয়টকের ডাক দেন তিনি।
এখনেই ঘটনার শেষ নয়। শনিবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে এসএসকেএম-এর কর্তৃপক্ষ। কারও নাম না করে ‘হুলিগান’ বলে কটাক্ষ করে তারা। মুখ্যমন্ত্রীকে সবটা জানানো হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন, হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের উপর কোনও জুলুমবাজি বরদাস্ত করা হবে না- জানায় এসএসকেএম কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতালে দালাল রাজের অভিযোগেও উড়িয়ে দেয় তারা।

এপরেই আরও ক্ষোভ প্রকাশ করেন মদন মিত্র। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম-কে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষের জন্য সেই সুনাম নষ্ট হচ্ছে বলে অভিযোগ মদনের।
তবে, এই বিষয়ে TMC মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “মদনদা আঘাত পেয়েছেন বলেই এভাবে বলেছেন। উনি বাম আমল থেকেই পিজি হাসপাতালে প্রভাবশালী। দলমত নির্বিশেষে মানুষের চিকিৎসার বন্দোবস্ত করে এসেছেন। কোনও একটি ঘটনায় হয়তো উনি ক্ষুব্ধ হয়েছেন। আবার হাসপাতাল যেটা বলেছে সেটাও একটা দিক। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয় রয়েছে। কিন্তু মদনদাকে কাঠগড়ায় তুলতে গিয়ে হাসপাতাল আরও বড় জায়গায় ভুল তথ্য দেবে এটাও যেন না হয়।”

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version