বড় পর্দায় ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani),বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি ঘিরে বাড়ছে উন্মাদনা। কারণ এই সিনেমার সঙ্গেই জুড়ল কান ফিল্ম ফেস্টিভ্যালের নাম। শনিবার, নিজের সোশ্যাল মিডিয়ায় পরিচালক ও পর্দার ‘ভবানী পাঠক’ ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) ঘোষণা করেন ‘কান’ উৎসবে ‘দেবী চৌধুরানী’র সফরের কথা। শুধু বাংলার দর্শক নন, গোটা বিশ্বের সামনে আসবে ছবির মোশন পোস্টার। আর তা উন্মোচিত হবে ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ (Marche du Films, Cannes 2023) ।