Monday, May 5, 2025

২০০০ টাকার নোটের সার্জিক্যাল স্ট্রাইক! বাতিলের সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

Date:

গত শুক্রবারই ২০০০ টাকার নোট বাতিলের (2000 Note Banned) সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Govt)। আর কেন্দ্রের এমন সিদ্ধান্তের পরে ফের একবার দেশজুড়ে নোটবন্দির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। ২০১৬ সালের ৮ নভেম্বরের স্মৃতি উস্কে ফের একবার ব্যাঙ্ক-এটিএম-এর সামনে কী লম্বা লাইন দেখা যাবে? তা ভেবেই কার্যত শিউরে উঠছে দেশবাসী। তবে একদিকে যখন নোটবন্দির এই সারজিক্যাল স্ট্রাইক (Surgical Strike) নিয়ে মোদি সরকারকে আক্রমণ করছে বিরোধীরা, ঠিক তেমনই তখন সোশাল মিডিয়া জুড়ে মিমের বন্যা।

 

কেউ কেউ বলছেন, ২০০০ টাকার নোটের শান্তি কামনা করি। কেউ আবার বলছেন, এই নোটে চিপ লাগানো আছে। অনেকে আবার নোটের মালা গলায় পরে সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আবার দেখা গেছে, ২০১৬ সালে বাতিল হওয়া ৫০০ এবং ১০০০ এর নোটের সঙ্গে কথোপকথন হচ্ছে ২০০০ এর নোটের। তারা এই নোটটিকে সহমর্মিতা জানাচ্ছেন। উল্লেখ্য ২ হাজার টাকার নোট বাজারে আসার পর থেকেই একাধিক জল্পনা ছড়িয়ে পড়ে। কেউ বলেছিলেন এতে ন্যানো চিপ রয়েছে। আবার কেউ কেউ বলেছিলেন জিপিএস ট্র্যাকার রয়েছে। সে সব নিয়েও ঠাট্টা তামাশা কম হচ্ছে না।

তবে যাদের বাড়িতে এই মুহূর্তে ২০০০ টাকার অনেকগুলি নোট রয়েছে, তাদের কথা চিন্তা করে সহানুভূতি জানাচ্ছেন নেটিজেনরা। সেই নিয়েও সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে। এদিকে আরবিআইয়ের ঘোষণার পরই ৯০ শতাংশ দোকানই ইতিমধ্যে ২০০০ টাকার নোট নিতে অস্বীকার করেছে। হাতে তিন মাস সময় থাকলেও দোকানদারেরা বেশিরভাগই জানিয়েছেন, এই নোট তাঁরা এখন নেবেন না। আগামী ২৩ তারিখ থেকে ব‌্যাংকে টাকা জমা নেওয়ার কাজ শুরু হবে।

এদিকে এই নোট বাতিলের আঁচ এসে পড়েছে কলকাতা পুরসভাতেও (KMC)। গত শনিবারই উত্তাল হয়ে ওঠে কলকাতা পুরসভা। শনিবার অধিবেশন চলাকালীন পুরসভার অধিবেশনে এই নিয়ে প্রশ্ন তোলেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী। কেউ কেউ আবার দাবি জানিয়েছেন, পুরনো ১০০০ টাকার নোট ফেরত আনা হোক। এক মিমে আবার দেখা গিয়েছে, পরিচালক মৃণাল সেনের বিখ্যাত ইন্টারভিউ ছবির দৃশ্য। যেখানে রঞ্জিত মল্লিকের দৃশ্যটিকে একটি মিম আকারে প্রকাশ করা হয়েছে।

 

 

 

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...
Exit mobile version