Monday, November 17, 2025

শুধুমাত্র কালো টাকার রক্ষকদের সাহায্য করেছে ২০০০-এর নোট: চিদম্বরম

Date:

২০০০ টাকার নোট সাধারণ মানুষের কোনও কাজে লাগেনি বরং এই টাকা শুরু থেকেই সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। ২০০০ এর নোট যদি সাহায্য করে থাকে তবে তা শুধুমাত্র কালো টাকার রক্ষকদের সহজে তাদের টাকা মজুত করতে সাহায্য করেছে। ঠিক এই ভাষাতেই কেন্দ্রের মোদি সরকারকে(Modi Govt) তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম(P Chidambaram)।

এদিন টুইটারে কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগে চিদম্বরম লেখেন, “ব্যাঙ্কগুলি স্পষ্ট করে জানিয়েছে, ২০০০ টাকার নোট পরিবর্তন করতে কোনও পরিচয়, ফর্ম এবং কোনও প্রমাণ পত্রের প্রয়োজন হবে না।” এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২০০০ টাকার নোট কেবল কালো টাকার রক্ষকদেরই সাহায্য করেছে। আর, এখন সেই ২০০০ টাকার নোট পরিবর্তনের জন্য কালো টাকার রক্ষকদের রেড কার্পেটে স্বাগত জানানো হচ্ছে!”

এর পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, “এই নোট সাধারণ মানুষ খুব বেশি ব্যবহার করেননি। তাঁদের কাছে ২ হাজারের নোট নেই। ২০১৬ সালে এই নোট চালু হওয়ার পরই খুচরো বিনিময়ে সমস্যাদায়ক এই নোট সাধারণ মানুষ ত্যাগ করেছে। তাহলে কারা এই নোট নিজেদের কাছে রেখেছে এবং ব্যবহার করেছে, সে উত্তর আপনাদের জানা।” একিসঙ্গে তিনি জানান, “কালো টাকা নির্মূল করার কথা বলে এসব করেছিল সরকার। ২০১৬ সালে ২০০০ টাকার নোট চালুর করার সিদ্ধান্তটি ছিল একটি ভুল পদক্ষেপ। তবে, আমি আনন্দিত যে মূর্খতাপূর্ণ পদক্ষেপটি অন্তত ৭ বছর পরে হলেও প্রত্যাহার করা হচ্ছে।”

উল্লেখ্য, গত ১৯ মে, বিজ্ঞপ্তি জারি করে ২০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। একইসঙ্গে, ব্যাঙ্কগুলিকে ২০০০টাকার নোট গ্রাহককে আর না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বলা হয়, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ২০০০ হাজার টাকার নোটগুলি ব্যাঙ্কে জমা দিয়ে, বিনিময় মূল্য নেওয়া যাবে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version