Sunday, August 24, 2025

ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হল আন্তর্জাতিক সংস্থা অ্যাডিডাস। এই সংস্থার জার্সি পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সোমবার সকালে টুইট করে নতুন কিট স্পনসরের কথা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

এদিন সকালে আনুষ্ঠানিকভাবে অ্যাডিডাসের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা করে জয় শাহ টুইটারে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছে। আমরা ক্রিকেটের প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ। সেই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত উৎফুল্ল আমরা। স্বাগত অ্যাডিডাস।”

বর্তমানে ভারতের যে কিট স্পনসর আছে, সেই কিলার জিনসের সঙ্গে ভারতীয় দলের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩১ মে। তারপর থেকেই অ্যাডিডাসের কিট পরে মাঠে নামবেন বিরাট-রোহিতরা। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় পুরুষ ক্রিকেট দল অ্যাডিডাসের জার্সি পরে মাঠে নামবে।

এর আগে ইংল্যান্ড ক্রিকেট দল ও মুম্বই ইন্ডিয়ান্স দলের কিট স্পনসর করেছে অ্যাডিডাস। ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, কুলদীপ যাদব ও ঋষভ পন্থকে স্পনসর করছে। বর্তমানে অ্যাডিডাস নটিংহ্যামশায়ার, সাউথ ইস্ট স্টার্স ও সারে দলের স্পনসর হিসেবে রয়েছে। শুধু ক্রিকেট নয়, ক্রীড়া জগতে অ্যাডিডাস একটি বড় নাম। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল, আয়াক্স, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদের মত নামী ক্লাবগুলির কিট স্পনসর তারা।

আরও পড়ুন:আরসিবি প্লে-অফ থেকে ছিটকে যেতেই বিরাটকে খোঁচা নবীন-উল-হকের

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version