Saturday, November 8, 2025

মধ্যপ্রদেশে পালাবদলের হাওয়া! কংগ্রেসে যোগ বিজেপি বিধায়কের ভাইয়ের

Date:

Share post:

কর্নাটকের ভোটের ফল প্রকাশ্যে আসার পর ২৪-এর আতঙ্কে ভুগছে নরেন্দ্র মোদি(Narendra Modi), অমিত শাহরা(Amit Shah)। তবে শুধু শীর্ষ নেতৃত্ব নয়, কর্নাটক(Karnataka) থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি বিজেপি ত্যাগের হিড়িক পড়েছে ভোটমুখী মধ্যপ্রদেশে(Madhya Pradesh)। সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপি(BJP) ছেড়ে কংগ্রেসে(Congress) আসতে রীতিমত লাইন পড়েছে ভোপালে। এবার হাত শিবিরে যোগ দিলেন নরওয়ালির বিজেপি বিধায়ক প্রদীপ লারিয়ার ভাই হেমন্ত লারিয়ার(Hemant Laria)। রবিবার কংগ্রেসের রাজ্য সদর দফতরে হেমন্তকে যোগদান করান কংগ্রেস রাজ্য সভাপতি কমলনাথ(Kamalnath)। একইসঙ্গে তাঁর হাতে তুলে দেওয়া হয় দলের প্রাথমিক সদস্যপদ।

সমর্থকদের সঙ্গে নিয়ে কংগ্রেসে যোগ দেওয়ার পর বিজেপি সরকারকে তুলোধনা করেন হেমন্ত। তিনি বলেন, বিজেপি শাসনে মিথ্যাচারিতা ও লুটের সরকার চলছে মধ্যপ্রদেশে। গোটা রাজ্যের মানুষ চালের দাম, বেকারত্ব, দুর্নীতিতে বিরক্ত। সরকার চলছে টাকা ও পেশি শক্তিতে। ক্ষমতাসীন সরকার পুলিশ ও প্রশাসনের অপব্যবহার করছে। ভগবান হনুমানের আশীর্বাদে এই দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকারকে ছুড়ে ফেলে দেবেন কমলনাথ। জানা যাচ্ছে, ২০২২ সালের জুন মাসে- পৌর নির্বাচনে নারিয়াওয়ালি জেলার মাক্রোনিয়া থেকে টিকিট চেয়েছিলেন হেমন্ত লারিয়া। কিন্তু, তা প্রত্যাখ্যান হওয়ার পরেই রাজ্য বিজেপি নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ হন তিনি। সেই রেশ এখনও বহমান। তার ফলের দলত্যাগ হেমন্তের।

তবে শুধু লারিয়া পরিবার নয়। গত কয়েক মাসে গেরুয়া ছেড়ে কংগ্রেসের হাত ধরেছে বেশ কয়েকটি পুরানো বিজেপি পরিবারের সদস্যরা। প্রথমত, গত ২২ মার্চ, কংগ্রেসে যোগ দিয়েছেন অশোক নগর জেলার প্রাক্তন বিজেপি বিধায়ক রাও দেশরাজ সিং যাদবের ছেলে রাও যাদবেন্দ্র সিং যাদব। এপ্রিল মাসে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন বিজেপি সাংসদ মাখনসিং সোলাঙ্কি, যিনি আবার বিজেপির রাজ্যসভার সাংসদ সুমের সোলাঙ্কির কাকা। বিজেপি শিবিরে সবথেকে বড় ধাক্কা আসে গত ৬ মে। এদিন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈলাশ যোশীর ছেলে তথা প্রাক্তন মন্ত্রী দীপক যোশী।

spot_img

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...