Friday, January 30, 2026

এগরা কার? পোস্টারে প্রকাশ দিলীপ-শুভেন্দুর কোন্দল!

Date:

Share post:

এগরার বাজি কারখানার বিস্ফোরণ। ওই এলাকা BJP-র পঞ্চায়েতের অধীন। মার্মান্তিক ঘটনার পরেই তৎপর প্রশাসন। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ান TMC নেতৃত্ব। কিন্তু এলাকায় গিয়ে উস্কানি দেওয়া শুরু করেন বিজেপি নেতৃত্ব। প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhokari) এলাকায় যান। তারপর যান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Delip Ghosh)। এই নিয়েই কোন্দল শুরু। আর তার জেরে বিজেপির প্রতিবাদ সভায় পোস্টার থেকে বাদ দিলীপের নাম-ছবি।

এগরার ঘটনায় মৃত্যু নিয়ে রাজনীতি করতে আগেই নেমেছে বিজেপি। এবার নিজেদের কোন্দলেই জড়িয়ে পড়ল গেরুয়া শিবির। এগরা বিধানসভা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়লেও সেটা দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র মেদিনীপুরের অন্তর্গত। মঙ্গলবার এগরায় মিছিল করার কথা রাজ্য বিজেপির। সেখানে শুভেন্দু অধিকারীর পাশাপাশি থাকার কথা ছিল দিলীপেরও। সেই মতো পোস্টারও প্রকাশিত হয়। কিন্তু হঠাৎ পোস্টারে বদল। দিলীপের নাম বাদ দিয়ে নাম রয়েছে শুধুই শুভেন্দু নাম। এ নিয়ে কাঁথির বিজেপি নেতারা বিভক্ত। কারও কারও আপত্তিতেই না কি দিলীপের নাম বাদ! যদিও আনুষ্ঠানিক ভাবে এ নিয়ে কিছু জানায়নি বিজেপি।

তবে, পোস্টার বদল ঘিরে ক্ষুব্ধ দিলীপের অনুগামীরা। শুভেন্দু গোষ্ঠীর কলকাঠি নাড়ার কারণেই দিলীপের নাম বাদ গিয়েছে। তারাই চায় না দিলীপ ওই মিছিলে অংশ নিন। প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, পোস্টার বদল হয়েছে কি না, তাঁর জানা নেই। দল আমায় যা নির্দেশ দেবে তাই করব। এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব খোঁজার কোনও মানে নেই- বলে মন্তব্য করেন দিলীপ।

এদিকে, শুভেন্দু শিবিরের বক্তব্য, দিলীপ এলাকায় যান না। হিল্লিদিল্লি করে বেড়ান! এগরা বিস্ফোরণ নিয়ে শুভেন্দুই সবচেয়ে বেশি সরব হয়েছেন। দিলীপ ঘোষ মিছিল করলে না কি এলাকায় বিজেপি কর্মীরা সেই মিছিলে হাঁটবেন না বলেও মত শুভেন্দু অনুগামীদের।

পরিস্থিতি বেগতিক বুঝে বিজেপির তরফ জানানো হয়, মঙ্গলবার দিলীপ ঘোষের উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে। সেই কারণেই পোস্টার থেকে তাঁর নাম বাদ গিয়েছে। তবে বিজেপি আরেকটি সূত্র বলছে, মঙ্গলবার উত্তরবঙ্গে যাচ্ছেনই না দিলীপ। থাকবেন নিজের লোকসভা কেন্দ্র মেদিনীপুরেই। মেদিনীপুর শহরে জেলা বিজেপির কর্মসমিতির বৈঠকে করবেন সর্বভারতীয় সহ-সভাপতি। এখন মঙ্গলবার এগরায় বিজেপির মিছিলে কী ছবি হয় সেটাই দেখার।

 

spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...