Thursday, January 8, 2026

বে.আইনি বা.জি তৈরি বন্ধে ক্লাস্টার গড়ার ভাবনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি কমিটি

Date:

Share post:

বেআইনি বাজি তৈরিতে রাশ টানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পর পর রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ ও প্রাণহানির পরে এবার এই বাজি শিল্পে ক্লাস্টার গড়তে চাইছে রাজ্য সরকার। সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পরে একথা জানান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী বলেছেন, ঘরের পাশে কাজ পান বলে অনেকে বাজি কারখানায় কাজে যান। সেই কারণে বিকল্প কাজের সুযোগ দিতে বাজি ক্লাস্টার (Cluster) গড়ার কথা বলেন তিনি। লোকালয় থেকে দূরে সরকারি এলাকায় সরকারি জমিতে হবে ক্লাস্টার।

মন্ত্রিসভার বৈঠকের পরে ফিরহাদ হাকিম জানান, রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ প্রায়ই হচ্ছে। দুর্ঘটনা এড়াতে, নিয়ম মেনে বাজি তৈরির বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এই কারণেই ক্লাস্টার গড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাজি কারখানাকে বৈধ রূপ দিতে এমএসএমই, পঞ্চায়েত, দমকল, পুর, স্বরাষ্ট্র দফতর মিলে এই কমিটি তৈরি হবে। যাতে মানুষের রুজি-রুটি মার না খায় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রিসভার বৈঠকের তিনি বলেন, মাঝে মধ্যেই বাজি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটছে। এটা দীর্ঘদিনের সমস্যা। যাঁরা কাজ করে তাঁদের যাতে পেটের ভাত না মারা যায় এবং এই শিল্প যাতে ভবিষ্যতেও বাঁচিয়ে রাখা যায়, সেই কারণেই আইনের সমস্ত দিক বজায় রেখে এই ক্লাস্টার তৈরি করা হবে।

আগামী দুমাসে কোথায় কোথায় এই ক্লাস্টার তৈরি করা যায়, কতজন কাজ পেতে পারে, কী কী নিয়ম মানতে হবে। এই সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হবে। ২ মাসের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে গ্রিন বাজি উৎপাদন হবে। লোকালয় থেকে দূরে সরকারি জমিতে ওই ক্লাস্টার গড়া হবে। ক্লাস্টার তৈরি হলে নজরদারি নিয়মিত হবে। সে ক্ষেত্রে বেআইনি বাজি তৈরি বন্ধ করা যাবে বলে আশা ফিরহাদের।

 

 

 

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...

আইএসএলের জন্য তিন ক্লাবকে শুভেচ্ছা মমতার, ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা সরকারের

রাজ্যের খেলাধুলার উন্নয়নে ফের একবার এগিয়ে সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন(BOA) স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল...

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের অভিঘাতে প্রাণহানি! ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও চার নাগরিক। উত্তর ২৪ পরগনার বারাসত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দিনহাটা ১...