Sunday, November 16, 2025

বে.আইনি বা.জি তৈরি বন্ধে ক্লাস্টার গড়ার ভাবনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি কমিটি

Date:

Share post:

বেআইনি বাজি তৈরিতে রাশ টানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পর পর রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ ও প্রাণহানির পরে এবার এই বাজি শিল্পে ক্লাস্টার গড়তে চাইছে রাজ্য সরকার। সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পরে একথা জানান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী বলেছেন, ঘরের পাশে কাজ পান বলে অনেকে বাজি কারখানায় কাজে যান। সেই কারণে বিকল্প কাজের সুযোগ দিতে বাজি ক্লাস্টার (Cluster) গড়ার কথা বলেন তিনি। লোকালয় থেকে দূরে সরকারি এলাকায় সরকারি জমিতে হবে ক্লাস্টার।

মন্ত্রিসভার বৈঠকের পরে ফিরহাদ হাকিম জানান, রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ প্রায়ই হচ্ছে। দুর্ঘটনা এড়াতে, নিয়ম মেনে বাজি তৈরির বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এই কারণেই ক্লাস্টার গড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাজি কারখানাকে বৈধ রূপ দিতে এমএসএমই, পঞ্চায়েত, দমকল, পুর, স্বরাষ্ট্র দফতর মিলে এই কমিটি তৈরি হবে। যাতে মানুষের রুজি-রুটি মার না খায় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রিসভার বৈঠকের তিনি বলেন, মাঝে মধ্যেই বাজি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটছে। এটা দীর্ঘদিনের সমস্যা। যাঁরা কাজ করে তাঁদের যাতে পেটের ভাত না মারা যায় এবং এই শিল্প যাতে ভবিষ্যতেও বাঁচিয়ে রাখা যায়, সেই কারণেই আইনের সমস্ত দিক বজায় রেখে এই ক্লাস্টার তৈরি করা হবে।

আগামী দুমাসে কোথায় কোথায় এই ক্লাস্টার তৈরি করা যায়, কতজন কাজ পেতে পারে, কী কী নিয়ম মানতে হবে। এই সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হবে। ২ মাসের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে গ্রিন বাজি উৎপাদন হবে। লোকালয় থেকে দূরে সরকারি জমিতে ওই ক্লাস্টার গড়া হবে। ক্লাস্টার তৈরি হলে নজরদারি নিয়মিত হবে। সে ক্ষেত্রে বেআইনি বাজি তৈরি বন্ধ করা যাবে বলে আশা ফিরহাদের।

 

 

 

spot_img

Related articles

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...