মালদার পর হুগলির জিভে জল আনা আমও পাড়ি দিল বিদেশে

ফলের রাজা আমের জন্য চিরকালই প্রসিদ্ধ মালদা। বিদেশের বাজারে মালদার আমের কদর বিশ্বজোড়া।এবার মালদার পথ অনুসরণ করল হুগলিও। মালদার সঙ্গে পাল্লা দিয়ে হুগলির আমও পাড়ি দিচ্ছে বিদেশের বাজারে। স্বভাবতই খুশি আম চাষীরা।ভিন রাজ্য থেকে বিদেশে জেলার আম পাঠাতে পেরে খুশি ব্যবসায়ীরাও।

আরও পড়ুন:সারদাকর্তার চিঠির পরও কেন অন্ধ এজেন্সি? সংবাদমাধ্যমের একাংশকেও তো.প কুণালের
আম ব্যবসায়ীর জানান,ফলন ভালো হওয়ায় রাজস্থান,ছত্রিশগড়,বিহার, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যের সাথে সাথে এবার আম পাঠানো হচ্ছে বিদেশেও। এতে হুগলির আমও আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে।
মালদার পর সব থেকে বেশি আমের চাষ হয় হুগলি জেলায়। ব্যান্ডেল, সুগন্ধা,চুঁচুড়া সহ সিঙ্গুরের মাটি রসালো আমের চাহিদাও বেশ বেশি। প্রত্যেক বছর আমের বাগানের মালিকদের থেকে লিজ নিয়ে আম চাষ করে চাষীরা। হিমসাগর, ল্যাংড়া, থেকে শুরু করে নানান প্রজাতির সুস্বাদু আম চাষ হয় হুগলিতে। এবছর ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছে চাষীরা। গত বছর আমের দাম অনেকটা বেশি ছিল কারণ আমের ফলন কম হয়েছিল।আর এই বছর আমের ফলন বেশি হওয়ায় আমের দাম তুলনামূলক ভাবে কম। তবে,এবারে নিজের জেলার বিভিন্ন প্রজাতির আম ভিন রাজ্য সহ বিদেশে পাড়ি দেওয়ায় লাভ ভালোই হয়েছে। আর এতেই খুশি তাঁরা।

 

Previous articleবে.আইনি বা.জি তৈরি বন্ধে ক্লাস্টার গড়ার ভাবনা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি কমিটি
Next articleপাঁচতারা হোটেলে কী শর্তে শাহ-শুভেন্দু চুক্তি? ফাঁস করলেন সাক্ষী থাকা প্রাক্তন বিজেপি নেতা!