আটকাতে পারল না প্রাকৃতিক দুর্যোগ! বৃষ্টি মাথায় রোড শো অভিষেকের

আটকাতে পারল না প্রাকৃতিক দুর্যোগ। সমাবেশ করতে না পারলেও বৃষ্টি মাথায় নিয়েই রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

কেন্দ্রীয় এজেন্সির গা জোয়ারিতে জনসংযোগ যাত্রা মাঝপথে রেখেই কলকাতা ফিরতে হয়েছিল অভিষেককে। যেখান থেকে ফিরে এসেছিলেন। সেখান থেকেই ফের তিনি যাত্রা শুরু করেছেন সোমবার। কিন্তু মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হয় যাত্রা। এদিন সিমলাপালে (Simlapal) সভা করার কথা ছিল অভিষেকের। সিমলাপাল যাওয়ার পথে তালডাংরায় আটকে যায় তাঁর কনভয়। আটকে পড়েন অভিষেক। পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ার পরেই বৃষ্টি মাথায় সিমলাপাল পৌঁছন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে প্রায় ১ কিলোমিটার রোড শো করেন অভিষেক। অভিষেককে দেখতে অধীর অপেক্ষায় ছিলেন স্থানীয়রা। রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। গাড়ির ছাদে উঠে জনসংযোগ করেন অভিষেক। কথা বলেন উপস্থিত জনতার সঙ্গে।

আরও পড়ুন- দেশের সব স্কুল বোর্ডগুলিকে এক ছাতার তলায় আনতে আগ্রহী কেন্দ্র