Monday, August 25, 2025

সেনার মৃতদেহের উপর দাঁড়িয়েই ১৯-এর ভোট: ফের বোমা সত্যপালের

Date:

আর রাখঢাক নয়, এবার সরাসরি মোদি সরকারের দিকে বোমা ছুড়লেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক(Satyapal Malik)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গত লোকসভা নির্বাচনে মোদি সরকারের(Modi Govt) জয় হয়নি। আসলে ভোটটাই লড়া হয়েছে পুলওয়ামা(Pulwama) হামলায় নিহত জওয়ানদের মৃতদেহের উপর দাঁড়িয়ে। শুধু তাই নয় তিনি আরও জানালেন, ঘটনার যথাযথ তদন্ত হয়নি। যদি তা হতো, সেক্ষেত্রে ইস্তফা দিতে বাধ্য হতেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

রবিবার রাজস্থানের আলওয়ার জেলার বানসুরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সত্যপাল মালিক। সেখানেই তিনি বলেন, “হামলার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি জিম করবেট জাতীয় উদ্যানে একটি টিভি অনুষ্ঠানের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। শ্যুটিং শেষ করে আমাকে ফোন করেন। আমাদের ভুলের কারণেই যে এতজন জওয়ান শহিদ হয়েছেন, সেটা তাঁকে বলি। কিন্তু, উনি আমাকে চুপ থাকতে বলেন।” এরপরই রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সত্যপাল বলেন, “জওয়ানদের লাশের উপরই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের লড়াই হয়েছিল। ঘটনার ঠিকঠাক তদন্ত হলে বিরাট বিতর্ক তৈরি হতো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হতেন। জেলে যেতে হতো বহু পদস্থ অফিসারকে।”

শুধু তাই নয়, আদানি গোষ্ঠীর সঙ্গে মোদির সখ্যতার বিষয়টি তুলেও সরব হন সত্যপাল। বলেন, “আদানি গোষ্ঠীর কাছে থাকা ২০ হাজার কোটি টাকার উৎস নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, প্রধানমন্ত্রী কোনও জবাব দিতে পারেননি। কারণ, এটা ওঁরই টাকা। বিজেপির মুখ্যমন্ত্রীদের কাছ থেকে ওই টাকা তুলে আদানিকে দিয়েছেন মোদি।” বিষয়টি ব্যাখ্যা করে তিনি আর বলেন, “গোয়ার রাজ্যপাল থাকাকালীন সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে আমাকেই রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তখনই বুঝে যাই, ওনার নাকের ডগাতেই সব দুর্নীতি চলছে এবং উনি তার ভাগ নিচ্ছেন।”

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version