Tuesday, August 26, 2025

অ-বিজেপি রাজ্যে শাসকদলকে এজেন্সি দিয়ে হেন.স্থা করছে কেন্দ্র: একযোগে তো.প মমতা-কেজরিওয়ালের

Date:

নবান্নে এক অন্যরকমের সাংবাদিক বৈঠকে। মঙ্গলবার, একসারিতে বসে সংবাদমাধ্যমের মুখোমুখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আর সেই বৈঠক থেকেই মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি গিয়ে অবিজেপি রাজ্যের শাসকদলকে হেনস্থার অভিযোগ তুললেন তাঁরা। মমতা অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল সিবিআই (CBI)।

দুই মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, সিবিআই আড়াইটের সময় অভিষেকের বাড়িতে হানা দেয়। তখন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বাঁকুড়াতে ছিলেন অভিষেক। মমতার অভিযোগ, সিবিআই আধিকারিকরা হুমকি দিয়ে বলেন, “এখনই নোটিশ নিতে হবে। না হলে কাল দেখতে পাবেন কী হয়!”

কেজরিওয়াল অভিযোগ করেন, যে সব জায়গায় বিজেপি নেই, সেই সব রাজ্যে ইডি-সিবিআই দিয়ে নেতাদের বিরুদ্ধে মামলা করতে শুরু করেছে কেন্দ্র। তাঁর উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকে টানটে টানতে আদালতে উপস্থিত করা হয়। অথচ কেজরিওয়ালের কথায় সিসোদিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। এটা একজন মন্ত্রীর পক্ষে অত্যন্ত অবমাননাকর বলে মত কেজরিওয়ালের।

আরও পড়ুন- বেআইনি বাজি নিয়ে বৈঠকে ডিজির ক্ষোভের মুখে পুলিশ সুপাররা

বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশজুড়ে এজেন্সি রাজ চলছে। এজেন্সিকে ভরসা করে সরকার সরকার চালাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। সব অবিজেপি দলকে একযোগ মোদি সরকারে বিরোধিতা করে আগামী লোকসভায় তাদের হারানোর ডাক দেন তিন মুখ্যমন্ত্রী।

 

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version