Saturday, November 15, 2025

অ-বিজেপি রাজ্যে শাসকদলকে এজেন্সি দিয়ে হেন.স্থা করছে কেন্দ্র: একযোগে তো.প মমতা-কেজরিওয়ালের

Date:

নবান্নে এক অন্যরকমের সাংবাদিক বৈঠকে। মঙ্গলবার, একসারিতে বসে সংবাদমাধ্যমের মুখোমুখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আর সেই বৈঠক থেকেই মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি গিয়ে অবিজেপি রাজ্যের শাসকদলকে হেনস্থার অভিযোগ তুললেন তাঁরা। মমতা অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল সিবিআই (CBI)।

দুই মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, সিবিআই আড়াইটের সময় অভিষেকের বাড়িতে হানা দেয়। তখন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বাঁকুড়াতে ছিলেন অভিষেক। মমতার অভিযোগ, সিবিআই আধিকারিকরা হুমকি দিয়ে বলেন, “এখনই নোটিশ নিতে হবে। না হলে কাল দেখতে পাবেন কী হয়!”

কেজরিওয়াল অভিযোগ করেন, যে সব জায়গায় বিজেপি নেই, সেই সব রাজ্যে ইডি-সিবিআই দিয়ে নেতাদের বিরুদ্ধে মামলা করতে শুরু করেছে কেন্দ্র। তাঁর উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকে টানটে টানতে আদালতে উপস্থিত করা হয়। অথচ কেজরিওয়ালের কথায় সিসোদিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। এটা একজন মন্ত্রীর পক্ষে অত্যন্ত অবমাননাকর বলে মত কেজরিওয়ালের।

আরও পড়ুন- বেআইনি বাজি নিয়ে বৈঠকে ডিজির ক্ষোভের মুখে পুলিশ সুপাররা

বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশজুড়ে এজেন্সি রাজ চলছে। এজেন্সিকে ভরসা করে সরকার সরকার চালাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। সব অবিজেপি দলকে একযোগ মোদি সরকারে বিরোধিতা করে আগামী লোকসভায় তাদের হারানোর ডাক দেন তিন মুখ্যমন্ত্রী।

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version