Thursday, August 21, 2025

ট্রাকে চড়ে দিল্লি থেকে চণ্ডীগড়! চালকের সঙ্গে খোশমেজাজে রাহুল, ভাইরাল ভিডিও

Date:

Share post:

পূর্বপুরুষের মতো মানুষের মাঝে মিশে যেতে ভালবাসেন তিনি। ভারত জোড়ো যাত্রায় হেঁটে তিনি সফর করেন কন্যাকুমারী(Kanyakumari) থেকে কাশ্মীর(Kashmir)। এহেন রাহুল গান্ধীই(Rahul Gandhi) এবার ধরা দিলেন অন্য মহিমায়। ভিভিআইপি খোলস ছেড়ে পথ চলতি ট্রাকে চড়ে বসে দিল্লি থেকে রওনা দিলেন চণ্ডীগড়(Chandigar)। যাত্রাপথে ট্রাক চালকের সঙ্গে খোশমেজাজে গল্পে মেতে উঠলেন তিনি। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন রাহুল। হরিয়ানার অম্বালার কাছে সোমবার রাতে একটি ট্রাকে চড়ে বসেন। চালকের পাশের আসনে গিয়ে বসতে দেখা গিয়েছে তাঁকে। একেবারে খোশমেজাজে ধরা দিয়েছেন কংগ্রেস নেতা। কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, এই সফরে তিনি ট্রাক চালকদের সমস্যার কথা শুনেছেন। যেহেতু রাতেই তাঁদের ট্রাক চালাতে হয় বেশি তাই তাঁদের সমস্যার কথাগুলি শুনেছেন রাহুল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল শিমলা যাচ্ছিলেন। সেখানে প্রিয়ঙ্কা গান্ধীর বাড়িতে সনিয়া গান্ধী রয়েছেন। তাই শিমলাতেই মায়ের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য যাচ্ছেন রাহুল। যাওয়ার পথে হরিয়ানার সোনিপতের একটি ধাবায় তিনি থামেন। সেখানে ট্রাকচালকদের সঙ্গে কথা বলেন। তাঁদের ‘মনের কথা’ শোনেন। এর পরই রাহুল একটি ট্রাকে উঠে চালকের পাশের আসনে গিয়ে বসেন।

কংগ্রেস সাংসদ ইমরান প্রতারগারহীও রাহুলের ট্রাকে চড়ার একটি ভিডিয়ো টুইটে পোস্ট করেছেন। তিনি বলেন, “ট্রাকচালকদের সমস্যার কথা শোনা, ট্রাকে যেতে যেতে তাঁদের অভিজ্ঞতা জানা, একমাত্র রাহুল গান্ধীর পক্ষেই এ কাজ সম্ভব।” একই সঙ্গে রাহুলের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে একটি গুরুদ্বারে প্রার্থনা করতে দেখা গিয়েছে।

spot_img

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...