আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব এবার পা দিল ৮৪ বছরে। এ বছরের থিমের নাম ‘অবিনশ্বর’।আসলে ‘মা’ শব্দটা ছোট, কিন্তু তার সীমা অপরিসীম। মা শুধু গর্ভধারিনী নয়, সে মা দূর্গাও।
উত্তর কলকাতার ঐতিহ্য মন্ডিত শারদোৎসবের সূচনা আগামীদিনে সুদূর প্রসারী হবে,এই আশা নিয়ে শুরু হয়েছে পুজো প্রস্তুতি। সৃজনে আছেন দেবজ্যোতি জানা, প্রতিমা শিল্পীর নব কুমার পাল।
মাতৃদিবসে মাতৃ বন্দনার সূচনা পর্বে উপস্থিত ছিলেন মন্ত্রী ডা.শশী পাঁজা, ডা: মিশেল হ্যারিসন, অধ্যাপক কাজল দে, সৃঞ্জয় বোস, ডা. রিমিতা দে, ডা. রাল্লা গুহা প্রমুখ বিশিষ্টরা।