Thursday, August 21, 2025

বিরোধী জোট নিয়ে দ্রুত বড় ঘোষণা: নীতীশ-খাড়গে- রাহুলের বৈঠকের পর জানাল কংগ্রেস

Date:

পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে বিরোধী জোটের সলতে পাকাতে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার দিল্লি মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করার পর সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন নীতীশ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক বেনুগোপাল, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ অন্যান্যরা। আর সেখানেই জানানো হয়, দু-একদিনের মধ্যেই বিরোধী জোটের প্রথম বৈঠকের দিনক্ষণ ঘোষণা করা হবে।

দেশের অ-বিজেপি এবং আঞ্চলিক শক্তিশালী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিরোধী জোট গড়ার প্রক্রিয়া বেশ কিছুদিন হলেও শুরু হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জেডিইউ নেতা নীতীশ কুমার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। ওড়িশায় গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করেছেন মমতা। নবীনের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ কুমারও। এছাড়া অখিলেশ যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে- সবার সঙ্গে আলোচনার করেছেন নীতীশ। এই পরিস্থিতিতে ও রাহুলের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, খুব দ্রুত বিরোধী জোটের বৈঠক ডাকতে ডাকা হবে। বেনুগোপাল জানান, দু-একদিনের মধ্যেই কবে কোথায় বৈঠক তা জানানো হবে। এখন বিরোধী দলের বৈঠক সম্পর্কে ঘোষণার দিকে তাকিয়ে রাজনীতিক মহল।

আরও পড়ুন- ফের দেশে ফিরছে ১০০০ টাকার নোট? কী বললেন আরবিআই গভর্নর

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version