Thursday, August 28, 2025

সংসদেই গণতন্ত্র ভূ-লুণ্ঠিত! নয়া ভবন উদ্বোধন অনুষ্ঠান একত্রে বয়কট ১৯ বিরোধী দলের

Date:

নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলির সংঘাত চরমে পৌঁছল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। আগামী ২৮ মে ওই অনুষ্ঠান বয়কটের পথেই হাঁটছে বিরোধীরা। ইস্যু দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না করে প্রধানমন্ত্রী মোদি নিজেই উদ্বোধনের ভার হাতে তুলে নেওয়া। সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর অর্থ তাঁকে অসম্মান করা। যার প্রতিবাদে সরব অন্তত ১৯টি বিরোধী দল।

শুধু তাই নয়, ওইদিন বিতর্কিত বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন। যিনি স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে মুক্ত হয়েছিলেন। যা স্বাধীনতা আন্দোলনের একটি কলঙ্কময় অধ্যায়। কোটি কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনের দিন হিসেবে সাভারকরের জন্মদিনকে বেছে নেওয়াটা বিজেপির রাজনৈতিক উদেশ্য প্রণোদিত মনোভাব বলেই মনে করছে বিরোধীরা।

তৃণমূল তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, রবিবারের ওই অনুষ্ঠান বয়কট করা হচ্ছে। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন গতকাল মঙ্গলবার এই ইস্যুতে মোদিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। তাঁর টুইট, “সংসদ নতুন কোনও নতুন ভবন নয়। ঐতিহ্য, নীতি, মূল্যবোধ ও নিয়মের একটি প্রতিষ্ঠান। ভারতীয় গণতন্ত্রের আধার হল সংসদ। প্রধানমন্ত্রী মোদি এটাই বুঝতে পারছেন না। তাঁর কাছে রবিবার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান আমি, আমিত্ব ও আমার সর্বস্ব। তাই অনুষ্ঠানে আমাদের বাদ রাখো।”

তৃণমূলের পথে হেঁটে আরও ১৮টি বিরোধী দল একত্রে এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। সম্মিলিত ভাবে এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে একটি বিবৃতি জারি করেছে বিরোধীরা। যেখানে কংগ্রেস, আপ, এনসিপি, আরজেডি, জেডিইউ, উদ্ভব থাকরের শিবসেনা, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, সিপিএম, সিপিআই-এর মত বামপন্থী দলগুলিও অনুষ্ঠান বয়কট করেছে। বিরোধী দলগুলির বক্তব্য, যেখানে সংসদ ভবনের মধ্যেই গণতন্ত্র ভু-লুণ্ঠিত, সেখানে নতুন ভবনের কোনও গুরুত্ব নেই।” সবমিলিয়ে চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী শক্তি ফের একছাতার তলায়।

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version