Thursday, August 21, 2025

মোদি সরকারের চরম বিরো.ধিতা, নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী!

Date:

নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেখানে যাবেন বলে আগে জানিয়েছিলেন মমতা। কিন্তু সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে যাবেন না তিনি।

মঙ্গলবার, দিল্লির (Delhi) অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রের বিরোধিতার আর্জি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kajriwal)। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagabant Maan)। সেখানেই রাজ্যসভায় এই বিলের বিরোধিতায় আপের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তৃণমূলের তরফ থেকে টুইট করে জানানো হয়, ২৮ তালিখ সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনও অন্য ১৯টা দলের সঙ্গে বয়কট করছে তারা। সেই সময়ই বাংলার মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকর যোগদানের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সূত্রের খবর, ২৭ মে বৈঠককে যোগ দেবেন না মমতা।

আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন নীতি আয়োগের বৈঠকে তাঁকে সবার শেষে বলতে দেওয়া হয়। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “সূর্য না ডুবলে আমায় বলতে দেওয়া হয় না!” অভিযোগ করেছিলেন, বৈঠকে তাঁকে বিশেষ কিছু বলার সুযোগ দেওয়া হয় না। তবে, কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় গেলে বলেন সেটিং, না গেলে বলে কেন যায়নি। উনি ভাল জানেন কখন কোথায় যেতে হয়। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়।

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version