Tuesday, August 26, 2025

কাশ্মীরের উন্নয়ন দেখাতে গিয়ে বাংলাদেশের রাস্তার ছবি! সোশ্যাল মিডিয়ায় হইচই

Date:

জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জম্মু কাশ্মীরে(Jammu Kashmir)। এই বিপুল মহাযজ্ঞে বিদেশী প্রতিনিধিদের সামনে ভারত সরকার(Indian Govt) তুলে ধরছে দেশের গরিমা। দেশ তথা কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থলগুলিকে তুলে ধরা হচ্ছে অতিথিদের সামনে। সোশ্যাল মিডিয়াতেও চলছে ব্যাপক প্রচার। আর সেখানেই ঘটল বিপত্তি। বাংলাদেশের(Bangladesh) একটি রাস্তার ছবি সোশ্যাল মিডিয়ায়(Social Media) দেখানো হল কাশ্মীরের বলে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যাওয়া অসাধারণ সুন্দর এই রাস্তার ছবিটি আসলে পড়শি দেশ বাংলাদেশের। ঝাউতলা পটুয়াখালি নামে একটি রাস্তার ছবিকে কাশ্মীরের বুলেভার্ড রোডের নাম দিয়ে প্রচার চলছে টুইটারে। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি দূর দূর পর্যন্ত কাশ্মীরের সঙ্গে এই ছবির কোনও যোগ নেই। বাংলাদেশের ঝাউতলা পটুয়াখালি নামে একটি ফেসবুক পেজ রয়েছে। সেখান থেকেই এই ছবিটি নেওয়া হয়েছে। এবং এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আকিব মির নামে এক মোদি ভক্ত। এমনকি ছবিটিকে কাশ্মীরের রাস্তা বলে দাবি করে টুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জে পি নাড্ডাকে ট্যাগও করেছেন।

পাশাপাশি, সম্প্রতি শ্রীনগরের বুলেভার্ড রোডে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্সের টহলরত ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট হয়েছে। তার সঙ্গেও মিল নেই আকিব মিরের টুইট করা ছবিটি। ফলে বুঝতে আর বাকি থাকে না, বিষয়টি ভুয়ো। তবে এহেন ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেশের বদনামের জন্য রীতিমতো তোপের মুখে পড়তে হয়েছে আকিব মিরকে।

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version