Monday, August 25, 2025

আর্থিক সঙ্কটের মাঝেই বেলাগাম জনসংখ্যা বৃদ্ধি পাকিস্তানে, চিন্তা বাড়ছে শাহবাজের

Date:

ক্ষমতায় আসার পর আপাতত রাজনৈতিক প্রতিহিংসা পূরণেই ব্যস্ত পাকিস্তানের(Pakistan) শাহবাজ শরিফের(Shahabaz Sharif) সরকার। লক্ষ্য যেভাবে হোক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাজতে ঢোকানো। এদিকে অর্থনীতির বেহাল অবস্থা পাকিস্তানে। তারই মাঝে বেলাগাম জনসংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। সম্প্রতি সপ্তম আদমশুমারি সম্পন্ন হয়েছে পাকিস্তানে। যা এই দেশের প্রথম ডিজিটাল সেনসাসও(Digital Sensus) বটে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে, শেষ আদমসুমারিতে পাকিস্তানের জনসংখ্যা যা ছিল তার চেয়ে ৪ কোটি ৯ লক্ষ বেড়ে জনসংখ্যা প্রায় ২৫ কোটি ছুঁয়ে ফেলেছে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রদেশগুলির মধ্যে পাক পাঞ্জাবে জনসংখ্যা সবচেয়ে বেশি ১২ কোটি ৭৪ লক্ষ ৭৪ হাজার। সিন্ধের জনসংখ্যা প্রায় ৬ কোটি। খাইবার পাখতুনখাওয়া ৩ কোটি ছাপিয়ে গিয়েছে। বালুচিস্তানে লোকসংখ্যা ২ কোটির কিছু বেশি। শহরগুলির মধ্যে রাজধানী ইসলামাবাদে সবচেয়ে বেশি মানুষের বাস। সংখ্যাটা হল ২৩ লক্ষ ৫৯ হাজার ৪২২। এদিকে দেশের আর্থিক সঙ্কটের মাঝে সপ্তম জাতীয় আদমশুমারিতে পাক কোষাগার থেকে খরচ হয়েছে ৩৪ বিলিয়ান পাকিস্তানি টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালের পর থেকেই পাকিস্তানের অর্থনীতি ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে পরিস্থিতি আর ভয়াবহ। সরকারি খাদ্য বিতরণ কেন্দ্রগুলিতে অনুদানের জন্য মানুষের ভিড় বেড়েই চলেছে। ক্রমাগত মুদ্রস্ফীতিতে জেরবার মানুষ। এই পরিস্থিতিতে দেশের এমন ঊর্ধ্বমুখী জনসংখ্যা চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। যদিও শাহবাজ সরকার ব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version